আর্কাইভ
লগইন
হোম
নতুন ‘মিস ইউনিভার্স’ কে এই ফাতিমা বশ?
নতুন ‘মিস ইউনিভার্স’ কে এই ফাতিমা বশ?
দ্য নিউজ ডেস্ক
November 22, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘সাইয়ারা’ নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন নায়ক আহান পান্ডে
‘সাইয়ারা’ নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন নায়ক আহান পান্ডে
1 ঘন্টা আগে
অভিনেতা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে বলিউডে অভিষেকের আগেই আলোচনায় ছিলেন। চলতি বছর ‘সাইয়ারা’ দিয়ে স্বপ্নের সেই সূচনা হয়েছে তার। অনীত পাড্ডার সঙ্গে তার অভিনয় রসায়ন দর্শকদের মধ্যে এমন সাড়া ফেলে যে, সিনেমা মুক্তির পর থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি কেউই। অবশেষে জি-কিউ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন আহান পান্ডে। তিনি বলেন, অনীত আমার বেস্ট ফ্রেন্ড। পুরো ইন্টারনেট ভাবছে আমরা প্রেম করছি। কিন্তু আমরা তা করছি না। কেমিস্ট্রি মানেই রোমান্স নয়, এটা নিরাপত্তা ও কমফোর্টের ব্যাপার। আমরা দুইজনেই একে অপরকে সেটা অনুভব করিয়েছি। সম্পর্কের গভীরতা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ও আমার প্রেমিকা নয়, কিন্তু অনীতের মতো বন্ধন আর কারো সঙ্গে হবে না। সাইয়ারা করার আগেই আমরা দুইজনেই পাওলো কোয়েলোর একটি উক্তি খুব মানতাম। ‘স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনাই জীবনকে আকর্ষণীয় করে তোলে।’ আমরা একই স্বপ্ন দেখেছি এবং সেটা একসঙ্গে সত্যি হয়েছে। তাই এই বন্ধনটা বিশেষ।
নির্বাচনি এলাকা ঘুরে আপ্লুত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি, জানালেন অভিজ্ঞতা
নির্বাচনি এলাকা ঘুরে আপ্লুত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি, জানালেন অভিজ্ঞতা
3 ঘন্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকেই নিজ নির্বাচনি এলাকায় ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এসব প্রচারণার কাজে প্রতিদিনই অর্জন করছেন বিভিন্ন রকমের অভিজ্ঞতা। সেগুলো ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই একটি পোস্টে হাদি জানিয়েছেন, শুক্রবার (২১ নভেম্বর) সারাদিন সেগুনবাগিচায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ সম্পন্ন করতে গিয়ে তারা মানুষের অসীম ভালোবাসা ও আতিথেয়তায় অত্যন্ত আপ্লুত হয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাদি লিখেছেন, সারাদিনে আমরা কোনোভাবে কোনো টাকা খরচ করতে পারিনি। যেখানে বিল দেওয়ার প্রয়োজন হয়েছে, স্থানীয়রা আগেভাগে বিল দিয়ে দিয়েছেন। ফেরার সময় ভোটাররা তাদের হাতে কিছু টাকা গুঁজে দিয়েছেন যাতে পরের দিনের ভোটারযোগে চা-নাশতার জন্য খরচ করতে পারেন। তিনি আরও বলেন, আমরা কোথাও কোনো টাকা খরচ করি না, কোনো একজনকেও এক কাপ চা পর্যন্ত খাওয়াই না। উল্টো মানুষ আমাদেরকে খাওয়ান এবং মূল্যবান সময় দিয়ে সাহায্য করেন। ফেরার সময় জোর করে রিক্সা ভাড়া পর্যন্ত দিয়ে দেন।
মিস ইউনিভার্স থেকে দুই বিচারকের পদত্যাগ যে কারণে
মিস ইউনিভার্স থেকে দুই বিচারকের পদত্যাগ যে কারণে
2 দিন আগে
বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিচারক প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন দুইজন বিচারক। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্সের’ ৭৪তম আয়োজন এবার অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডে। আগামিকাল শুক্রবার (২১ নভেম্বর) ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। গত মঙ্গলবার লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ আট সদস্যের জুরিবোর্ড থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন। ইনস্টাগ্রামে তিনি পদত্যাগের ঘোষণা দেন। হারফুশের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে। তবে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেন তিনি। হারফুশ তার পোস্টে লেখেন, ১৩৬ দেশের প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জন ফাইনালিস্ট বাছাইয়ের জন্য একটি অনানুষ্ঠানিক জুরিবোর্ড গঠন করা হয়েছে। এই দলের সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আসল ৮ সদস্যের জুরির কেউই উপস্থিত ছিলেন না, আমিও না। আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনে হতবাক হয়েছি।