মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক, আহত ৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রায়াতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তঃত ৪ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (০৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়ের ১০ পাইপ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তরুণের পিতার নাম মো. ফারুক। তারা ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে দুইজন নিহতের বন্ধু, হাবিব ও বিজয়।
শরিফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা জালকুড়ির দিকে যাওয়ার পথে ৩টি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একজন ঘটনাস্থলে মারা যান এবং কয়েকজন আহত হন। নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন এবং অপর পাশ থেকে এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে ফিরছিলেন, তখন মুখোমুখি সংঘর্ষ হয়।