আর্কাইভ
লগইন
হোম
দুর্ঘটনা
কক্সবাজারের রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৪
কক্সবাজার জেলার রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (০২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈদগাঁও এলাকার অটোরিকশাচালক শাহাব উদ্দিন (৪২), ভারুয়াখালী এলাকার বাসিন্দা রেনু আক্তার (৩২), ঈদগাঁও কালিরছড়া এলাকার হাফেজ জান্নাত উল্লাহর স্ত্রী আসমাউল হুসনা (মর্জিনা) ও তার ১৩ মাসের শিশু আতাউল্লাহ। বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালকসহ মোট ৪ জন নিহত হয়েছেন।
6 ঘন্টা আগে
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
2025-07-24
পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে বাস, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফরিদপুর জেলার সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। নিহতরা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতানে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ নারীসহ ৬ জনের
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ নারীসহ ৬ জনের
2025-07-23
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনই নারী। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,আজ বুধবার (২৩ জুলাই) সকাল আইড়মারী ব্রিজ এলাকায় মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই ঢাকাগামী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ৫ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ২ জন। তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।