আর্কাইভ
লগইন
হোম
গণমাধ্যম
পূর্বাচলে হয়ে গেলো গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের মিলনমেলা
ঢাকার অদূরে পূর্বাচলের রিকশা ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের যান্ত্রিক ব্যস্ততা ভুলে খোলামেলা পরিবেশে সময় কাটাতে রাত ৮টা থেকেই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটররা রিকশা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। রাত ৯টা নাগাদ পুরো প্রাঙ্গণ সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে। গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়। প্রীতিভোজের পূর্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সুজন শর্মা বলেন, ‘সদস্যদের এই অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করেছে। তাদের এই স্বতঃস্ফূর্ততা আগামী দিনে বড় পরিসরে কাজ করার এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পথকে আরও সুদৃঢ় করবে।’ 
22 ঘন্টা আগে
বেতন-ভাতার দাবিতে দৈনিক ডেসটিনি পত্রিকার সামনে অবস্থান নেবেন সাংবাদিক-কর্মচারী
বেতন-ভাতার দাবিতে দৈনিক ডেসটিনি পত্রিকার সামনে অবস্থান নেবেন সাংবাদিক-কর্মচারী
2025-12-10
দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিক-কর্মচারীরা আল্টিমেটাম দিয়েও বকেয়া বেতন-ভাতা না পেয়ে আজ (বুধবার) কার্যালয়ের সামনে অবস্থান নেবেন। দৈনিক ডেসটিনির সাবেক সাংবাদিক-কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিজয় নগর সাহারা টাওয়ারের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন সাবেক ১০২ জন সাংবাদিক ও কর্মচারীরা। এমন অবস্থায় অবহিতকরণ এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধে ডিএমপি কমিশনার বরাবর আবেদন দিয়ে ঘোষিত অবস্থান কর্মসূচি পালন নির্বিঘ্ন করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মচারীরা।
‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ এর জন্য প্রতিবেদন আহ্বান করা হচ্ছে
‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ এর জন্য প্রতিবেদন আহ্বান করা হচ্ছে
2025-12-08
এগ্রিকালচার বা কৃষি বিষয়ক লেখালেখিকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম’ (বিএআরএফ) চালু করেছে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’। সম্প্রতি খামারবাড়িতে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, এবার মোট ৫ জনকে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়া হবে। এই লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে কৃষি বিষয়ক প্রতিবেদন আহ্বান করা হয়েছে।