ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে সকাল ৯টা থেকে ডিআরইউ প্রাঙ্গণে সদস্যদের মধ্যে মুড়ি-মোয়া, নকুলদানা, মুড়কি, মুড়ালি, কদমা ও বাতাসা পরিবেশন করা হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন ডিআরইউ সদস্য, সন্তান ও অতিথি সঙ্গীত শিল্পীরা। দুপুরে ডিআরইউ ক্যান্টিনে সাদা ভাত, ডিম, মুরগি/মাছ, বেগুন ভাজি, শুটকি ভর্তা, সবজি ও আম ডাল পরিবেশন করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণ ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়।