আর্কাইভ
লগইন
হোম
গণমাধ্যম
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টারদের পুরস্কার-২০২৫ দেবে ‘নগদ’
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ দেবে।আজ বুধবার (০৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দিয়েছে নগদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এই বছর এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫। এই বছর প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশিন-রেডিও দুইভাগে ২৫টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়ার পাশাপাশি সব মিডিয়ার জন্যে উন্মুক্ত করে আরও দুটি বিশেষ পুরস্কারসহ মোট ২৭টি সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হবে। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক জমা পড়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা বছরের রিপোর্ট নির্বাচন করবেন।
9 ঘন্টা আগে
সরকার গণমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা ভাবছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
সরকার গণমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা ভাবছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
2025-09-09
গণমাধ্যমের জন্য ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা সরকার। এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বরা) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন এটা এতোটাই জটিল একটা প্রক্রিয়া, সময় যদি পাই, করে দিয়ে যেতে পারব। আর যদি নাও করে দিতে দিয়ে যেতে পারি, একটা পর্যায়ে রেখে দিয়ে যাব, পরে যারা আসবে, তাদের কাছ থেকে আপনারা বুঝে নেবেন। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের অনেক তথ্য, অনেক গল্প এখনও আমরা জানি না। ঢাকায় ও ঢাকার বাইরে স্থানীয়ভাবে গণঅভ্যুত্থানের অনেক শহীদ, অনেক আহত রয়েছেন, তাদের লড়াইয়ের গল্প আপনারা তুলে আনবেন।
 ৬ সাংবাদিক পেলেন বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড
৬ সাংবাদিক পেলেন বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড
2025-09-07
বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ডে ৫টি ক্যাটাগরিতে ৬ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম- বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড- ২০২৫ দেওয়া হয়। প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরির মধ্যে নগর পরিকল্পনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার মো. জাহিদুল ইসলাম, সেবা ও জনদুর্ভোগ বিষয়ে প্রতিদিনের বাংলাদেশের রিপোর্টার রাহাত হোসাইন এবং সেবা সংস্থার অনিয়ম-দুর্নীতি বিষয়ে ডেইলি সানের স্টাফ রিপোর্টার রাশিদুল হাসান।