আর্কাইভ
লগইন
হোম
গণমাধ্যম
মারুফ কামাল খান প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হলেন
বাংলাদেশের ‍স্বনামধন্য শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। গতকাল রোববার (১৩ জুলাই) প্রকাশক কাউসার আহমেদ অপু ও নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু নবনিযুক্ত সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সব বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। মারুফ কামাল খান বিভিন্ন সময়ে দৈনিক যায়যায়দিন, দৈনিক দিনকাল, দৈনিক সমাচার, দৈনিক রিপোর্ট, সাপ্তাহিক ঊষা, দৈনিক দেশ (অধুনালুপ্ত), সাপ্তাহিক অগ্রযাত্রা, দৈনিক উত্তরবার্তা ও দৈনিক উত্তরাঞ্চল পত্রিকায় সম্পাদক, সহযোগী সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ বিভিন্ন অবস্থানে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এবং পরবর্তীকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
1 দিন আগে
সাংবাদিক হাসান-উজ-জামানকে পুলিশি তলবে নিন্দার ঝড়
সাংবাদিক হাসান-উজ-জামানকে পুলিশি তলবে নিন্দার ঝড়
2025-04-30
দৈনিক ইনকিলাবের ক্রাইম রিপোর্টার হাসান-উজ-জামানকে পুলিশি তলবের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী সংগঠন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনটির পক্ষে এক বিবৃতিতে বলেন, সাংবাদিক হাসান-উজ-জামানকে সংবাদ প্রকাশের জেরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি। ডিএমপির এ ধরনের নোটিশ মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থি। তারা অবিলম্বে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানান।