আর্কাইভ
লগইন
হোম
আইন-আদালত
সাবেক পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে আসাদুজ্জামান মিয়া ও পরিবারের পাঁচসদস্যসহ তার শ্যালক হাফিজুর রহমান ও শ্যালিকা পারভীন সুলতানার নামে থাকা ২২ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকার সম্পদ জব্দের আদেশও দেওয়া হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দেশত্যাগের নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্যরা হলেন- আছাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান এবং দুই ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিন এবং মেয়ে আয়েশা সিদ্দিকা
47 মিনিট আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
2026-01-07
সাবেক পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একইসঙ্গে আদালত আসামিদের মধ্যে পলাতক থাকা ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আজ বুধবার (০৭ জানুয়ারি) মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করে চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আসামিদের মধ্যে আব্দুল আজিজ, উৎপল পাল, জাহাঙ্গীর আলম ও মো. সুমন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি ৩২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এখন থেকে নতুন পদ্ধতিতে প্রকাশ করা হবে হাইকোর্টের কজলিস্ট
এখন থেকে নতুন পদ্ধতিতে প্রকাশ করা হবে হাইকোর্টের কজলিস্ট
2026-01-03
এখন থেকে নতুন পদ্ধতিতে হাইকোর্ট বিভাগে দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রতিদিন মোট ২,৪৪০টি দৈনিক কার্যতালিকা মুদ্রণ ও বাঁধাই করে বিচারপতিদের কোর্ট ও চেম্বার, অ্যাটর্নি জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, সলিসিটর অফিস এবং বিভিন্ন শাখায় সরবরাহ করা হয়। মুদ্রণ করা দৈনিক কার্যতালিকার পৃষ্ঠাসংখ্যা ৩০০–৩৫০ পৃষ্ঠা থেকে বেড়ে ৫০০–৫৫০ পৃষ্ঠায় বৃদ্ধির কারণে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে কাজের ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে জনবল সংকটের কারণে সময়মতো কজলিস্ট প্রস্তুত করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মর্মে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে।
ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার ও স্ত্রীর ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার ও স্ত্রীর ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
2026-01-01
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের ২৮ ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক রাসেল রনি এসব ব্যাংক হিসাব ও বিও হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে জানা যায়, বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।