ভালোবেসে বিয়ে, স্ত্রীর লাশ রেখে স্বামী পলাতক
নোয়াখালীর জেলা শহর মাইজদীর ভাড়া বাসা থেকে সাদিয়া ইসরাত মীম (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর পূর্বে, একই দিন বেলা ১১টার দিকে জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ঐ নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাদিয়া ইসরাত মীম জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকার চরকৈলাশ গ্রামের মো. সাব্বির হোসেনের মেয়ে।