বেনাপোল স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে ৯ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সচল থাকবে।বৃহস্পতিবার (২৭ মার্চ) বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে শনিবার (০৫ এপ্রিল) পর্যন্ত ৯ দিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ০৬ এপ্রিল (রোববার) পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে বলে আশা করা যায়। এছাড়া ঈদের ছুটির মধ্যে বন্দরের মধ্যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তাকর্মীদের বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।