আর্কাইভ
লগইন
হোম
খেলাধুলা
লিভারপুলের সাবেক কোচ ম্যাট বিয়ার্ড মারা গেছেন
ইংল্যান্ডের নারী ফুটবলে সফল এক নাম, সাবেক লিভারপুল ম্যানেজার ম্যাট বিয়ার্ড আর নেই। মাত্র ৪৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে লিভারপুল উইমেনস সুপার লিগ (ডব্লিউএসএল) ক্লাব। বিয়ার্ড লিভারপুলকে পরপর দুইবার (২০১৩ ও ২০১৪ সালে) উইমেনস সুপার লিগ শিরোপা জিতিয়েছিলেন। বিগত ২০২১ সালে তিনি দ্বিতীয়বারের মতো দলে ফিরে আসেন এবং লিভারপুলকে আবারও শীর্ষ লিগে উন্নীত করেন। শীর্ষ লিগে ফেরার পর লিভারপুলকে সপ্তম স্থানে তুলেছিলেন এই ইংলিশ কোচ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার নেতৃত্বেই লিভারপুল প্রথমবারের মতো নারী উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশ নেয়।
10 ঘন্টা আগে
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ
4 দিন আগে
আবুধাবির সবুজ গ্যালারিতে লাল-সবুজের পতাকা উড়লো বিজয়ের উল্লাসে। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ৮ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর এই জয়ে এখনও সুপার ফোরের আশা টিকে রইলো টাইগারদের। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে লড়াই করলেও শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয় রশিদ খানের আফগানিস্তান। ডু অর ডাই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। আগের একাদশ থেকে ৪টি পরিবর্তন করে নামানো হয় সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদকে। বাদ পড়েন পারভেজ ইমন, শেখ মেহেদী, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
5 দিন আগে
ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার পর হুমকি ছুঁড়েছিল পাকিস্তান। ক্ষোভ জানিয়ে দারস্ত হয়েছিল আইসিসির। পিসিবি চাইছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা  শুনিয়েছে পাকিস্তানের বিপক্ষ মত। এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে আইসিসি বর্জন করছে না। ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ পিসিবি তুলেছিল, সেটা অমূলক বলে জানিয়েছে আইসিসি। ফলে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের রেফারির দায়িত্বে তিনিই থাকছেন। এই ম্যাচ দুবাইয়ে আগামিকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ মূলত ভারতীয় ক্রিকেটারদের কারণেই।