ইয়ামালের ‘১০ নম্বর’ জার্সি বিক্রি, ২৪ ঘণ্টায় আয় ১২০ কোটি টাকা!
ফুটবল ইতিহাসে বার্সেলোনার ১০ নম্বর জার্সি মানেই বিশেষ কিছু। ম্যারাডোনা, রোনালদিনহো, লিওনেল মেসির পর এবার সেই গৌরবময় নম্বর উঠেছে লামিন ইয়ামালের গায়ে। আর এই তরুণ বিস্ময়বালকের জার্সিতে শুরু হয়েছে বিক্রির হুলস্থূল!
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কুলে মানিয়া’র তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই দুপুরে ইয়ামালকে ১০ নম্বর জার্সি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সা। এরপর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিক্রি হয় প্রায় ৭০ হাজার জার্সি। এতে করে ক্লাবের আয় দাঁড়ায় প্রায় ১০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা!
ঘোষণার দিন বিকেলেই বার্সেলোনার ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যু’তে অবস্থিত ‘বার্সা বতিগা’ স্টোরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনলাইন প্ল্যাটফর্মেও প্রথম ঘণ্টার মধ্যেই বিক্রি হয় কয়েক হাজার জার্সি।