চলতি বছর মালয়েশিয়া থেকে ২৮,৫২৫ অভিবাসী বহিষ্কার
এই চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত মালয়েশিয়া থেকে ২৮ হাজারেরও বেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এক লিখিত বক্তব্যে জানান, ০১ জানুয়ারি থেকে ০৬ জুলাই পর্যন্ত মোট ২৮,৫২৫ জনকে ১৯৫৯-৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বহিষ্কার করা হয়। এরমধ্যে ২১,০৩৯ জন প্রাপ্তবয়স্ক পুরুষ (৭৪%), ৬,১৪৫ জন প্রাপ্তবয়স্ক মহিলা (২১%), ৭৭৮ জন ছেলে (৩%) এবং ৫৬৩ জন মেয়ে (২%)।
তিনি বলেন, ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি (১১,০৮৫), এরপর রয়েছে মিয়ানমারের নাগরিক (৪,৮৮৫) এবং ফিলিপিনো (৪,৪৬৫)।