আর্কাইভ
লগইন
হোম
প্রবাস
চলতি বছর মালয়েশিয়া থেকে ২৮,৫২৫ অভিবাসী বহিষ্কার
এই চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত মালয়েশিয়া থেকে ২৮ হাজারেরও বেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এক লিখিত বক্তব্যে জানান, ০১ জানুয়ারি থেকে ০৬ জুলাই পর্যন্ত মোট ২৮,৫২৫ জনকে ১৯৫৯-৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বহিষ্কার করা হয়। এরমধ্যে ২১,০৩৯ জন প্রাপ্তবয়স্ক পুরুষ (৭৪%), ৬,১৪৫ জন প্রাপ্তবয়স্ক মহিলা (২১%), ৭৭৮ জন ছেলে (৩%) এবং ৫৬৩ জন মেয়ে (২%)। তিনি বলেন, ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি (১১,০৮৫), এরপর রয়েছে মিয়ানমারের নাগরিক (৪,৮৮৫) এবং ফিলিপিনো (৪,৪৬৫)।
4 ঘন্টা আগে
ফেডারেল সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি
ফেডারেল সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি
2025-08-23
মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির কেদাহ রাজ্যের এক্সকো সদস্যের দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ফেডারেল সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি। এক বিবৃতিতে ড. জাম্ব্রি বলেন, কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আবদুল্লাহকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। অভিযোগে বলা হয়েছে, ড. জাম্ব্রিকে বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় কাজের সুযোগ দেওয়ার জন্য "গ্র্যাজুয়েট পাস" অনুমোদনের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে উচ্চশিক্ষা মন্ত্রী এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে বলেন, হাইমের এই দাবি যে জনগণ এ কারণে অস্বস্তিতে রয়েছে, তা অত্যন্ত "দায়িত্বজ্ঞানহীন" মন্তব্য।