আর্কাইভ
লগইন
হোম
শিক্ষা
সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে এবং গতকাল সোমবার (১৩ অক্টোবর) ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে তারা অবরোধ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর অধ্যক্ষের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। এরপর বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক হয়।
4 ঘন্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড পরীক্ষা ১২ অক্টোবর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড পরীক্ষা ১২ অক্টোবর শুরু
2025-09-30
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ১২ অক্টোবর এবং চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত সময়সূচি স্থগিত করা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১২ অক্টোবর, চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।
হাই স্কুলের যোগ্যতাই নেই তবু ২০ বিশ্ববিদ্যালয়
হাই স্কুলের যোগ্যতাই নেই তবু ২০ বিশ্ববিদ্যালয়
2025-09-29
আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই সবার দৃষ্টিতে ফুটে ওঠে বিশাল ক্যাম্পাস, বড় বড় একাডেমিক ভবন, আবাসিক হল, বিশাল খেলার মাঠসহ অন্য আরো অনেক সুযোগ-সুবিধা। কিন্তু তার বিপরীতটাই ঘটছে আমাদের দেশের নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে। ক্লাসরুমের জায়গা নেই, শিক্ষকদের বসার জায়গা নেই। লাইব্রেরি, ল্যাবরেটরি তো অনেক দূরের কথা। নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু সংকট আর সংকট। এমনকি একটি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে যেসব সুযোগ-সুবিধা রয়েছে তাও নেই নতুন এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের। বিভিন্ন স্কুল-কলেজের কয়েকটি রুম ভাড়া নিয়ে কোনো রকমে চালানো হচ্ছে কার্যক্রম।