আর্কাইভ
লগইন
হোম
শিক্ষা
নবম শ্রেণির ৫ কোটি বই কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সরকার
২০২৬ এর জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নবম শ্রেণির ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি প্রস্তাব নিয়ে আসা হলেও তা অনুমোদন দেয়নি সরকার। সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে এই বিষয়ে আরও যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রস্তাবটি বৈঠক থেকে প্রত্যাহার করেছে।
8 ঘন্টা আগে
জাকসুর ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাজহারুল
জাকসুর ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাজহারুল
2025-09-13
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছে। এজিএস (পুরুষ) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ডাকসুর নির্বাচিত নেতারা সাংবাদিক তরিকুলের পরিবারের পাশে
ডাকসুর নির্বাচিত নেতারা সাংবাদিক তরিকুলের পরিবারের পাশে
2025-09-13
সদ্য সমাপ্ত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কাভার করার সময় অসুস্থ হয়ে মারা যাওয়া সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত নেতারা। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) তারা সাংবাদিক তরিকুলের পরিবারের সঙ্গে দেখা করেন। এই সময় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ফরহাদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।