আর্কাইভ
লগইন
হোম
শিক্ষা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাকরাইল মোড়ে সড়কে অবস্থান
আজ বৃহস্পতিবারও (১৫ মে) রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার এবং ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গতকাল বুধবার (১৪ মে) দুপুর থেকে শুরু হওয়া কর্মসূচি রাতেও কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানের মাধ্যমে অব্যাহত থাকে। আজ সকাল থেকে নতুন করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিচ্ছেন। ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হাসান জানান, সকালে ৩টি বাসে করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিতে রওনা দিয়েছেন। ঢাকার বিভিন্ন স্থান থেকেও শিক্ষার্থীরা এসে একাত্মতা প্রকাশ করছেন। কাকরাইল মসজিদ মোড়ে সরজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ সড়কে শুয়ে, কেউ বসে স্লোগান দিচ্ছেন—‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না’।
1 দিন আগে
চবি শিক্ষার্থীকে মানববন্ধন থেকে তুলে নিয়ে মামলা-বহিষ্কার: ৩ বছর পর মুক্তি
চবি শিক্ষার্থীকে মানববন্ধন থেকে তুলে নিয়ে মামলা-বহিষ্কার: ৩ বছর পর মুক্তি
2025-05-05
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে দীর্ঘ ৩ বছর পর অব্যাহতি পেয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জোবায়ের হোসাইন সোহাগ। গতকাল রোববার (০৪ মে) এ মামলা থেকে অব্যাহতি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুরো ঘটনা তুলে ধরেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। জোবায়ের হোসাইন গণমাধ্যমকে বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের সীমাহীন জুলুমের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে সোচ্চার থাকা, অন্যায়ের প্রতিবাদ করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আপোষহীন লেখালেখি ও আন্দোলনের কারণে আমি চবি কর্তৃপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হই। ‘তারই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৪ আগস্ট সিএনজি অটোরিকশা চালকদের সিন্ডিকেট, অন্যায্য ভাড়া ও ক্যাম্পাসে ছাত্রদের মারধরের প্রতিবাদ এবং চক্রাকার বাস চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন থেকে তৎকালীন সহকারী প্রক্টর আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভ আমাকে ধরে নিয়ে যায়।
দীর্ঘ ৭৪ দিন পর কুয়েট খুললেও হচ্ছে না ক্লাস
দীর্ঘ ৭৪ দিন পর কুয়েট খুললেও হচ্ছে না ক্লাস
2025-05-04
দীর্ঘ ৭৪ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুললেও কোনো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। আজ রোববার (০৪ মে) কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষক সমিতি ক্লাস বর্জন করায় ক্লাস হচ্ছে না। একাডেমিক কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, শিক্ষক সমিতি ক্লাস বর্জন করায় কুয়েটে ক্লাস হচ্ছে না। শিক্ষকরা ক্লাসে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। আজ নবনিযুক্ত ভারপ্রাপ্ত ভিসি শিক্ষকদের সঙ্গে বৈঠক করছেন।