আর্কাইভ
লগইন
হোম
শিক্ষা
বিনামূল্যে স্পোকেন ইংরেজি কোর্স: ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগ
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাসব্যাপী স্পোকেন ইংরেজি প্রশিক্ষণ কোর্স চালু করেছে ছাত্রদল ঢাকা কলেজ শাখা। গতকাল শনিবার (০১ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট–২০২৫’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, কোর্সটিতে ইতোমধ্যে ৭৩৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। আগামী ০১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী পরীক্ষা। দেশসেরা ৬ জন ইংরেজি শিক্ষক ১২টি ক্লাসে প্রশিক্ষণ দেবেন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক অনুপমা পাল। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ড. জোবাইদুর রহমান জনি।
1 দিন আগে
আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন আন্দোলনরত ৬ শিক্ষক
আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন আন্দোলনরত ৬ শিক্ষক
2025-10-21
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়াসহ ৩ দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। অনশনে এরইমধ্যে ৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এই তথ্য জানান। এর পূর্বে, সোমবার ৪ জনের অসুস্থ হওয়ার খবর জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। টানা কর্মসূচির অংশ হিসেবে গত রোববার শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকরা থালা-বাটি নিয়ে ভুখা মিছিল করেন।
ছাত্রদল নেতা হত্যা: দুই দিনের শোক, জবি দিবসের কর্মসূচি স্থগিত
ছাত্রদল নেতা হত্যা: দুই দিনের শোক, জবি দিবসের কর্মসূচি স্থগিত
2025-10-20
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জোবায়েদের স্মরণে দুই দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, ২১ ও ২২ অক্টোবর দুই দিন শোক পালন করা হবে। এই সময় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস চলবে। শোকের দুই দিনের প্রথম দিন শোক সভা এবং দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়জুড়ে শোক র‌্যালি করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা স্থগিত থাকবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে বসবো, প্রশাসনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হবে। আমাদের একটাই দাবি—হত্যাকাণ্ডের বিচার। বিচার না হলে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে পুরান ঢাকা অচল করে দেব।’