আর্কাইভ
লগইন
হোম
বিনোদন
‘সাংস্কৃতিক অঙ্গন এখন অভিভাবক শূন্য’: বিউটি
লালনকন্যা খ্যাত গায়িকা নাসরিন আক্তার বিউটি ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে পেশাদারি গানের জগতে পা রাখেন। এরপর থেকে নিয়মিত নতুন গান ও স্টেজে ব্যস্ত সময় পার করছেন। নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গ উঠতেই বিউটি বলেন, সম্প্রতি আমার কয়েকটি গান প্রকাশ হয়েছে। গানগুলো হলো- ‘যখন তোমায় মনে পড়ে’, ‘শুনতে পাও’, ‘যে আগুনে পোড়া এ মন’, ‘কষ্ট’সহ আরও কিছু গান। বর্তমানে আপনাকে স্টেজে কম দেখা যাচ্ছে কেন? বিউটি বলেন, দেশের এই পরিস্থিতিতে স্টেজ শো করাটা নিরাপদ মনে হয় না। মাঝে-মধ্যে ইনডোর শো করছি। চ্যানেলগুলোতে গাইছি। লালনের ১০০ গান নিয়ে একটি চ্যানেল করার কথা ছিল। সেই কাজ কতোদূর? তিনি বলেন, ‘লালনকন্যা’ নামে একটি চ্যানেলের পরিকল্পনা আছে। ১০টি গানের কাজ শেষ করেছি। মিউজিক ভিডিও করা বাকি।
1 দিন আগে
অভিনয় ছেড়ে দিলে যে পেশায় যাবেন মোশাররফ করিম?
অভিনয় ছেড়ে দিলে যে পেশায় যাবেন মোশাররফ করিম?
5 দিন আগে
আমার ‘মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি উপভোগ করিও না। ’ কথাগুলো বলেছেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়টা যে তার একমাত্র ধ্যান-জ্ঞান ও নেশা সেটাই যেন আবারও কথার মাধ্যমে প্রকাশ করলেন এই তারকা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বললেও সঙ্গে মোশাররফ করিম এও বলেন সাংবাদিকতা করার ইচ্ছে রয়েছে তার। এই অভিনেতার কথায়, সাংবাদিকতা করতে ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ।