‘বোহেমিয়ান ঘোড়ায়’ ৮ নায়িকাকে সামলাবেন মোশাররফ করিম!
‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ওটিটি কনটেন্টে প্রথমবারের মতো কাজ করেছেন মোশাররফ করিম। খুব শীঘ্রই ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’ নামের সিরিজে অমিতাভের নির্দেশনায় দেখা মিলবে এই কিংবদন্তি অভিনেতার।
আজ রোববার (১১ মে) সিরিজটির একটি পোস্টার প্রকাশের মাধ্যমে পর্দার সামনের কুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে মোশাররফ করিমের সঙ্গে ৮ জনের একঝাঁক অভিনেত্রীর দেখা মিলেছে। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন-সাদিয়া আয়মান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, রুনা খান, ফারহানা হামিদ, জুঁই করিম, অদিতি ও বৃষ্টি প্রমুখ।