১৭,৩০০ জনকে চাকরি দিবে দুবাইয়ের এমিরেটস
দুবাইভিত্তিক এমিরেটস গ্রুপ বিপুলসংখ্যক কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’ বিভাগ দুইটি চলতি বছরের মধ্যে ১৭,৩০০ কর্মী নিয়োগ দিবে বলে জানিয়েছে। পৃথক ৩৫০টি পদে জনবল নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।
এমিরেটস গ্রুপ এক বিবৃতিতে জানায়, ৩৫০ পদে কর্মী নিয়োগের ফলে প্রতিষ্ঠানটির সামগ্রিক কর্মী সংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পাবে।