আর্কাইভ
লগইন
হোম
সোশ্যাল মিডিয়া
গত ৩টি নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি, জানালেন প্রেস সচিব শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, হাসিনার আমলে ৩ ‍নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর পূর্বে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের ৩টি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।
2026-01-11
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব দিয়েছিল প্রযোজক!
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব দিয়েছিল প্রযোজক!
2025-11-18
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। তিনি দুই যুগের বেশি সময়ে প্রথম সারির প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও পায়েলকে যেতে হয়েছে। এই অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিল। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব কথা বলেন পায়েল। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ এই কথা শুনেই সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, ‘সেক্সুয়ায়ল সুবিধা?’ রাখঢাক না রেখে পায়েল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই সেটা।’ এরপর পায়েল বলেন, উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ সিনেমায় অভিনয় করি। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো সিনেমার শুটিং করেছিলাম।
শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
2025-11-18
বর্তমানে বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ হওয়ার পর শোবিজ অঙ্গনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি সামলাতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী মেহজাবীন। আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মন্জুর করেন। এদিন আদালতে আত্মসমর্পণ করেন তারা। এই সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন।
দীর্ঘ ১৮ বছর পর আবার একসঙ্গে সালমান ও গোবিন্দ
দীর্ঘ ১৮ বছর পর আবার একসঙ্গে সালমান ও গোবিন্দ
2025-10-29
বলিউডের ‘পার্টনার’ সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন অনেকে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান খান এবং গোবিন্দের অন-স্ক্রিন বন্ধুত্ব বলিউডের সবচেয়ে প্রিয় সম্পর্কগুলোর মধ্যে একটি। সেটে তাদের একসঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করে দিন কয়েক আগে এই সিনেমার অভিনেত্রী দীপশিখা নাগপাল ক্যারিয়ারের একেবারে ভিন্ন পর্যায়ে থাকা সত্ত্বেও দুই অভিনেতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার কথা বেশ গুরুত্ব নিয়ে বলেছেন এক সাক্ষাৎকারে। তখন থেকেই চর্চায় ছিলেন সালমান ও গোবিন্দ। তবে ‘পার্টনার’ ভক্তদের জন্য আরও আনন্দের কারণ তৈরি হচ্ছে। সালমান খান এবং গোবিন্দ ১৮ বছর পর শিগগিরই আবারও পর্দায় দেখা করতে পারেন। গত কয়েক সপ্তাহ ধরেই বিষয়টি নিয়ে বলিউডে আলোচনা চলছে। এই প্রজেক্টের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, এই দুই তারকা সত্যিই একটি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সূত্রটি বলেছে, ‘সালমান খান এবং গোবিন্দ একটি প্রকল্পের জন্য একসঙ্গে আসছেন। সিনেমাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও এর নামকরণ করা হয়নি। আপাতত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে ভক্তরা অবশ্যই এই আইকনিক জুটির একটি দুর্দান্ত পুনর্মিলন আশা করতে পারেন।’