আর্কাইভ
লগইন
হোম
ইতালি
ফ্লাইট বিড়ম্বনার কবলে পড়ে বিপাকে বাংলাদেশ ফুটবল দল
সম্প্রতি আন্তর্জাতিক উইন্ডোয় বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে কিছুই যেন ভালো হচ্ছে না। সামিত সোম আসবেন না, আগে থেকেই জানা ছিল; শেষ মুহূর্তে ছিটকে গেছেন হামজা চৌধুরী। তাদের দুইজনকে ছাড়াই খেলতে হবে নেপালের বিপক্ষে। এরপর এবার নেপাল যাত্রার আগে আরও বিপাকে পড়লো বাংলাদেশ দল। ফ্লাইট বিড়ম্বনার কারণে দলের সফর সূচিটাও পরিবর্তন করতে হচ্ছে।  নেপালের বিপক্ষে ২টি ফিফা প্রীতি ম্যাচ খেলতে দুপুরের আগে নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে ফ্লাইট বিড়ম্বনায় যাত্রা পিছিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান নতুন ফ্লাইট সময় নির্ধারণ করেছে আজ সন্ধ্যা ৭টায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টার দিকে পৌঁছেও খেলোয়াড়দের অপেক্ষায় থাকতে হয়েছে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় নেপালের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল।
15 ঘন্টা আগে
ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে
ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে
2025-07-21
আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইতালির প্রধানমন্ত্রী আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এটি হবে ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম ঢাকা সফর। তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্টরা জানান, ইতালির প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এ ছাড়া, ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।