আর্কাইভ
লগইন
হোম
ইতালি
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ১৫ দেশ নাম লেখালো
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য আরও দুই দল তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে ইতালি। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডসও। এ পর্যন্ত মোট ১৫টি দল এই বিশ্বকাপের জন্য নিশ্চিত হয়েছে। বাকি ৫টি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে, যার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১৭ অক্টোবরের মধ্যে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। স্বাগতিক হিসেবে দুই দলই আগে থেকেই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে।
5 দিন আগে
ব্যথার উন্নত চিকিৎসা নিশ্চিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঢাকায়
ব্যথার উন্নত চিকিৎসা নিশ্চিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঢাকায়
2025-04-15
ঢাকায় ব্যথার উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে ২৬তম পেইন কংগ্রেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।  রাজধানীর একটি ৫ তারকা হোটেলে গত রোববার (১৩ এপ্রিল) আয়োজিত ঐ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের ৪ শতাধিক চিকিৎসক।  এই কংগ্রেসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, জাপান এবং আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আগত ১৪ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাকাল্টি ও ১৬ জন দেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ১৪টি বেস্ট পেপার প্রেজেন্টেশন, ১২টি পোস্টার প্রেজেন্টেশন ও ৪টি কর্মশালা অনুষ্ঠিত হয়। যা দেশি-বিদেশি গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের এক অনন্য সমাহার হয়ে উঠে।
রোমে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন
রোমে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন
2025-04-10
ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস  উদযযাপিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইতালির গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং রোমে কর্মরত বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, কাভালিয়েরি হোটেলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাষ্ট্রদূত রকিবুল হক ও দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে আসা অতিথিদের সাদর অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়াভো।