আর্কাইভ
লগইন
হোম
ইতালি
মাদারীপুরের দুই যুবকের প্রাণ গেল লিবিয়ার সাগরে
সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার সাগরে মারা গেছেন মাদারীপুরের দুই যুবক। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে লিবিয়ার দালালদের মাধ্যমেই দুই যুবকের মৃত্যুর খবর জানতে পারে নিহতের পরিবারের সদস্যরা। মৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর গ্রামের লাল মিয়া বেপারীর ছেলে জাফর বেপারী (৪৫), একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার (২৫)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ০১ সেপ্টেম্বর উন্নত জীবনের আশায় অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন জাফর বেপারী ও সিরাজুল হাওলাদার। কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান তারা। পরে লিবিয়ার দালালদের মাধ্যমে ১৪ অক্টোবর ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন জাফর, সিরাজুল হাওলাদারসহ অর্ধশত যুবক। তাদের নৌকাটি মধ্য সাগরে গেলে তেল শেষ হয়ে যায়। পরে নৌকাটি ভাসতে থাকে সাগরে। এক সপ্তাহ ভাসমান থাকার পর তীব্র শীতে সাগরেই মারা যান জাফর ও সিরাজুলসহ বেশ কয়েকজন যুবক।
6 দিন আগে
প্রবাসে এনআইডি কার্যক্রম: মালয়েশিয়ায় উদ্বোধন করতে যাচ্ছে ইসি
প্রবাসে এনআইডি কার্যক্রম: মালয়েশিয়ায় উদ্বোধন করতে যাচ্ছে ইসি
2025-09-14
এই চলতি সপ্তাহেই মালয়েশিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও চালাবে সংস্থাটি। ইসির উপ-সচিব মো.শাহ্ আলম স্বাক্ষরিত এই সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং রাজবাড়ী জেলার জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর ) আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এসময় তারা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভোটার নিবন্ধন বিষয়ক বৈঠক, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে ভোটার নিবন্ধন এবং বিদেশে থেকে দেশে কিভাবে ভোট প্রদান করবে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ একটি মতবিনিময় সভা করবেন।
প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি ফিরলেন কিরগিজস্তান থেকে
প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি ফিরলেন কিরগিজস্তান থেকে
2025-09-10
পোশাক শিল্প ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ বাংলাদেশি নাগরিক বিশকেক থেকে বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরেছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ফেরত আসা এসব নাগরিককে বিমানবন্দরে অর্থ ও জরুরি সহায়তা দিয়েছে।
ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বাংলাদেশির মৃত্যু
ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বাংলাদেশির মৃত্যু
2025-09-04
ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন এক বাংলাদেশি নাগরিক। গত সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে উত্তর আফ্রিকার উপকূল থেকে আসা ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশ। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকার জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে কালা পিসানার মর্গে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।