আর্কাইভ
লগইন
হোম
ঘূর্ণিঝড় ‘হ্যারি’র প্রভাবে ইতালিতে জরুরি অবস্থা জারি
ঘূর্ণিঝড় ‘হ্যারি’র প্রভাবে ইতালিতে জরুরি অবস্থা জারি
দ্য নিউজ ডেস্ক
January 28, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে ১৮ লক্ষাধিক সেনা হতাহত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে ১৮ লক্ষাধিক সেনা হতাহত
3 ঘন্টা আগে
গত প্রায় চার বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন দুই দেশের ১৮ লাখের বেশি সেনা। মার্কিন থিঙ্কট্যাংক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক প্রতিবেদনে উল্লেখ করেছে এই তথ্য। সিএসআইসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনবাহিনীর তুলনায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। যে ১৮ লক্ষাধিক সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন- তাদের মধ্যে ১২ লাখই রুশ বাহিনীর। এই ১২ লাখ রুশ সেনার মধ্যে নিহত হয়েছেন ৩ লাখ ২৫ হাজারের কিছু বেশি। বাকিদের বেশিরভাগই আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন বেশ কয়েক হাজার সেনা।
মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি
মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি
1 দিন আগে
যুক্তরাষ্ট্র তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে অন্তঃত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই তুষাঝড়েরর কারণে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া–সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর এপির। শীতের এই তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন ১১ কোটি ৮০ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি মানুষকে।
দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করলেন ডোনাল্ড ট্রাম্প
দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করলেন ডোনাল্ড ট্রাম্প
1 দিন আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ থেকে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।  খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি কার্যকর করেনি। সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, ‘চুক্তি কার্যকর করা তাদের অধিকার। কিন্তু চুক্তি না  মানা পর্যন্ত আমরা শুল্ক বাড়াচ্ছি।’ তবে নতুন শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এই বাড়তি শুল্ক গাড়ি, কাঠ, ওষুধ এবং অন্যান্য পারস্পরিক শুল্কযোগ্য পণ্যের ওপর প্রযোজ্য হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বিষয়টি নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ১৩২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে রয়েছে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর (চিপ) এবং ইলেকট্রনিক পণ্য। শুল্ক বাড়ায় এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রে বাড়তে পারে।