আর্কাইভ
লগইন
হোম
সামাজিক যোগাযোগমাধ্যম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়লো বিমান
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়ক চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোটো আকারের একটি উড়োজাহাজ। গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঘটেছে এই এই দুর্ঘটনা। দুর্ঘটনায় ঐ গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়ির ওপর আছড়ে পড়ার দৃশ্যটি ইতোমধ্যে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, গতকাল সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। আর বিমানটিতে চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। উভয়েরই বয়স ২৭ বছর। দুর্ঘটনার পরপরই গাড়ি ও উড়োজাহাজ থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশসূত্রে জানা গেছে, যে নারী গাড়ি চালাচ্ছিলেন, তিনি সামান্য আহত হয়েছেন। বিমানের চালক এবং যাত্রী অক্ষত আছেন।
8 ঘন্টা আগে
ইউরোপের বাংলাদেশিরা ভোটার নিবন্ধনে সময় বেশি চান
ইউরোপের বাংলাদেশিরা ভোটার নিবন্ধনে সময় বেশি চান
2025-11-23
আগামী ২৯ নভেম্বর ইউরোপের ককেশাস, ইউরোপীয় ইউনিয়ন, বলকান এরিয়া, গ্রেট ব্রিটেন ও তুরস্কতে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন। শুধুমাত্র ইউরোপ অঞ্চলের এই ভোটার নিবন্ধন প্রক্রিয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে চলবে ০৩ ডিসেম্বর পর্যন্ত। গত ১৯ নভেম্বর ইস্ট এশিয়া অঞ্চলের চায়না থেকে এই ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি কর্মকর্তাদের নিবন্ধনের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হবে ২৩ ডিসেম্বর। তবে, ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটার নিবন্ধনের জন্য এই ৫ দিনকে (২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর) কম সময় মনে করছেন ইউরোপের প্রবাসীরা। তারা মনে করছেন, প্রথমবারের মতো ভোটার নিবন্ধনের প্রক্রিয়ায় সার্ভার ডাউন, ওটিপি বার্তা কিংবা অন্য কোনো কারণে জটিলতা সৃষ্টি হলে তা এই কম সময়ে সমাধান করা সম্ভব নয়। আবার ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেনসহ বিভিন্ন দেশে বিপুলসংখ্যক শ্রমিক শ্রেণি থাকায় তারাও সহজে যাতে অ্যাপ ডাউনলোড করতে পারেন ও অন্যের সাহায্য নিতে পারেন সেজন্যও সময় বাড়ালে সবার জন্য ভালো হয়।
‘৮ যুদ্ধের পাঁচটিই থামিয়েছি শুল্কের হুমকি দিয়ে’: ডোনাল্ড ট্রাম্প
‘৮ যুদ্ধের পাঁচটিই থামিয়েছি শুল্কের হুমকি দিয়ে’: ডোনাল্ড ট্রাম্প
2025-11-23
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ৮টি যুদ্ধের ৫টি থামিয়েছেন শুল্ক আরোপের হুমকি দিয়ে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্কের মাধ্যমে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ (লাখ লাখ কোটি ডলার) আয় করছে; যা তার কথায় মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস। ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি ৫টি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি।’ তিনি লেখেন, ‘আমরা বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছি। আমি ৮টি যুদ্ধের মধ্যে ৫টি সরাসরি থামিয়েছি, শুল্কের হুমকি দেখিয়ে—যদি তারা লড়াই থামাতে না চায় অথবা শুরু করে।’
নতুন ‘মিস ইউনিভার্স’ কে এই ফাতিমা বশ?
নতুন ‘মিস ইউনিভার্স’ কে এই ফাতিমা বশ?
2025-11-22
‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুকুট জয় করেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ। এই সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এই আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৫ বছর বয়সি ফাতিমা বশকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মুকুট বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ। এবারের আসরে রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ভারমন্টেও থেকেছেন কিছুদিন। তিনি এই আসরে অনেকবার সমালোচনার জন্ম দিয়েছেন। তবে দৃঢ় প্রত্যয়ে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দিয়েছেন।