আর্কাইভ
লগইন
হোম
‘স্বার্থপর’ সিনেমা দেখে আফসোস, তাসনিয়া ফারিণ যা বললেন
‘স্বার্থপর’ সিনেমা দেখে আফসোস, তাসনিয়া ফারিণ যা বললেন
দ্য নিউজ ডেস্ক
October 28, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু
6 ঘন্টা আগে
বাংলাদেশ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণএক শুরু পেল। নেপালের কাঠমান্ডুতে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। ব্যাট হাতে ম্যাচের নায়ক ছিলেন শারমিন আক্তার। তিনি খেলেছেন ৩৯ বলে ৬৩ রানের ইনিংস। এটি ছিল নারী টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ফিফটি। এই ইনিংসে ছিল ৮টি ৪ ও ১টি ৬। শারমিনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোবহানা মোস্তারি। তিনি করেন ২৯ বলে ৩২ রান। টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে ভালো করেন মাহি মাধাভান। তিনি নেন ৩ উইকেট। ইসানি ভাগেলা নেন দুটি উইকেট।
যে অভিযোগ থেকে খালাসে কান্নায় ভেঙে পড়েছিলেন মাইকেল জ্যাকসন
যে অভিযোগ থেকে খালাসে কান্নায় ভেঙে পড়েছিলেন মাইকেল জ্যাকসন
6 ঘন্টা আগে
বিশ্ববরেণ্য পপ সংগীত জগতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। ‘কিং অব পপ’ নামে পরিচিত এই তারকা তার জীবদ্দশায় অসাধারণ সাফল্যের পাশাপাশি একাধিক গুরুতর বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শিশু যৌন নির্যাতনের অভিযোগ, যা ২০০৫ সালে বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।  এই অভিযোগের প্রেক্ষিতে সেসময়ে তাকে বেশ ভুগতে হয়েছিল। বিগত ২০০৫ সালের দিকে ফ্রাঙ্ক, অ্যালডো, মারি-নিকোল ও ডমিনিক ক্যাসিও-এই ৪ ভাইবোন মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও নিপীড়নের অভিযোগ তোলেন।  কিন্তু আদালত মামলা না নেওয়ায় পরবর্তীতে তারা ‘লিভিং নেভারল্যান্ড’ নামের একটি ডকুমেন্টারিতে জ্যাকসনের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রকাশ করেছিলেন।
’সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন’: বিপাশা হায়াত
’সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন’: বিপাশা হায়াত
6 ঘন্টা আগে
দেশের একসময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত-তৌকির আহমেদ। দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় এই জুটি বাস্তবজীবনেও একসঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। পরিচয়ের শুরু থেকেই দুইজনের বোঝাপড়াটা ছিল দারুণ, সেই প্রেক্ষিতেই বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নেন আলোচিত এই যুগল। এখনো এই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহ এতটুকুও কমেনি। সম্প্রতি বিয়ের আড়াই যুগ পর তাদের বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন বিপাশা হায়াত। শুরুতেই পডকাস্টটিতে শুধু তৌকির আহমেদ থাকলেও পরে চমকে দিয়ে সেখানে উপস্থিত হন বিপাশা হায়াতও। তৌকিরের সঙ্গে তার কি নিয়ে স্বপ্ন ছিল সে প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘তৌকীর আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুইজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।’
ডন-৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের একটিমাত্র শর্ত!
ডন-৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের একটিমাত্র শর্ত!
1 দিন আগে
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। আইকনিক এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মাঝে দীর্ঘদিন বিরতির পর এবার এর তৃতীয় কিস্তির কাজ শুরু করবেন পরিচালক ফারহান আখতার। ইতোমধ্যে ছবিটি নিয়ে ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ‘ডন ৩’-এ শাহরুখের বদলে মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়। অবশ্য বিষয়টি অধিকাংশ ভক্তই ভালভাবে নেয়নি। দর্শক আইকনিক এই চরিত্রটিতে কিং খানকেই দেখতে চায়। এছাড়া ছবির নায়িকা ও খলনায়ক হিসেবে কারা থাকছেন সেটাও এখনো চূড়ান্ত হয়নি। এতকিছুর মাঝে নতুন করে গুঞ্জন, ‘ডন ৩’-এ ফিরতে পারেন শাহরুখ। মাসখানেক আগে গুঞ্জন ওঠে, ডন ৩ থেকে সরে যেতে পারেন রণবীর সিং। এর মধ্যেই শাহরুখের ফেরার গুঞ্জন ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।