টংদোকানের চা খুব এনজয় করি: আফরান নিশো
বর্তমানে ছোটপর্দার পর বড়পর্দায় দাপট দেখাচ্ছেন অভিনেতা আফরান নিশো। সিনেমা আর সিরিজ নিয়ে তাই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ মুক্তির অপেক্ষায়। তার আগেই প্রযোজনা সংস্থা আলফা-আইয়ের ফেসবুক পেজে এক ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি কীভাবে তার সময় কাটে আর টংদোকানের চায়ের কেমন মজা সেই কথাও বলেছেন নিশো। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সৌজন্যে ৭ পর্বের সিরিজ ‘আকা’ হইচইয়ে মুক্তি পাচ্ছে আগামী ০৪ সেপ্টেম্বর। এছাড়াও রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিংও শুরু করবেন তিনি।