আর্কাইভ
লগইন
হোম
সিনেমা
ডন-৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের একটিমাত্র শর্ত!
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। আইকনিক এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মাঝে দীর্ঘদিন বিরতির পর এবার এর তৃতীয় কিস্তির কাজ শুরু করবেন পরিচালক ফারহান আখতার। ইতোমধ্যে ছবিটি নিয়ে ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ‘ডন ৩’-এ শাহরুখের বদলে মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়। অবশ্য বিষয়টি অধিকাংশ ভক্তই ভালভাবে নেয়নি। দর্শক আইকনিক এই চরিত্রটিতে কিং খানকেই দেখতে চায়। এছাড়া ছবির নায়িকা ও খলনায়ক হিসেবে কারা থাকছেন সেটাও এখনো চূড়ান্ত হয়নি। এতকিছুর মাঝে নতুন করে গুঞ্জন, ‘ডন ৩’-এ ফিরতে পারেন শাহরুখ। মাসখানেক আগে গুঞ্জন ওঠে, ডন ৩ থেকে সরে যেতে পারেন রণবীর সিং। এর মধ্যেই শাহরুখের ফেরার গুঞ্জন ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
2 দিন আগে
এবার নজর কাড়া লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন
এবার নজর কাড়া লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন
2026-01-08
ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একসময়ে টিভি নাটকের নিয়মিত মুখ হলেও এখন ওয়েব ফিল্ম ও সিনেমায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের অভিনয় দক্ষতা ছাড়াও ফ্যাশন সেন্সের জন্য ভক্ত-অনুরাগীদের কাছে অনুকরণীয় এই তারকা অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকা এই তারকা গত মঙ্গলবার (০৬ জানুয়ারি) এক নজর কাড়া লুকে নেটিজেনদের সামনে হাজির হন। গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে তার আভিজাত্যমাখা লুক অভিনেত্রীর ভক্তদের রীতিমতো চমকে দিয়েছে। এই শাড়িতে ফটোশুটের বেশকিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘একটি বিয়ে খেতে যাই।’
থালাপতি বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়লো
থালাপতি বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়লো
2026-01-03
ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও মালয়েশিয়ায় বিশাল অডিও অনুষ্ঠানের পর রাজনৈতিক অ্যাকশন সিনেমাটির টিকিট বুকিং শুরু হয়েছে। এই টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি থাকলেও টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই সিনেমাটি ইতোমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে। বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে- রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি। এর পাশাপাশি সিনেমাটি জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কিনা-এমন প্রশ্নও উঠেছে।
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
2026-01-01
মানুষ জন্মালে মৃত্যুর স্বাদ নিতেই হবে। তবে কিছু মানুষের প্রস্থান অপূরণীয় ক্ষতি। গত ২০২৫-এ দেশের শোবিজের এমন অনেককেই হারিয়েছি আমরা। চলচ্চিত্র, সংগীত, নাটক ও সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলের এমন কিছু নক্ষত্রের নামই পাঠকদের জন্য তুলে ধরা হলো। অঞ্জনা রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান গত বছরের ০৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। গত শতাব্দীর ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন অঞ্জনা। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।