আর্কাইভ
লগইন
হোম
সিনেমা
‘তাদের সঙ্গে বারবার কাজ করতে চাই’: সুনেরাহ
প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুনেরাহ বিনতে কামাল। তিনি এবার ঈদের ‘দাগি’ সিনেমায় স্বল্প সময়ের চরিত্রেও দর্শকদের নজর কেড়েছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তার অভিনয় নিয়ে বেশ আলোচনা চলছে।
4 দিন আগে
হঠাৎ হাজির সালমান ও শাহরুখ, আমিরের বাড়িতে
হঠাৎ হাজির সালমান ও শাহরুখ, আমিরের বাড়িতে
2025-03-13
আমির খানের ৬০তম জন্মদিনের আগেই, তার বাড়িতে হাজির বলিউডের অন্য দুই বেস্ট ফ্রেন্ড শাহরুখ ও সালমান খান। তবে কি কোনো সিনেমায় এক হতে চলেছেন তারা? যদিও এমন কোনো তথ্য এখনও জানা যায়নি।  তবে জানা গেছে, জন্মদিন উদযাপন করতেই হাজির হয়েছেন দুই খান সাহেব। আর সেই জন্মদিনের পার্টির একটি ভিডিও প্রকাশ হয়েছে যা সাড়া ফেলে দিয়েছে ভক্তদের মাঝে। ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সালমান খান ও আমির খান। সালমানকে দেখা গেল, সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি পর্যন্ত ছাড়তে আসেন আমির। এরপরে দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারেও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।