আর্কাইভ
লগইন
হোম
সিনেমা
সোনাক্ষী বিয়ের ১৫ মাস পর গোপন তথ্য ফাঁস করলেন
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ের ১৫ মাস পর এসে নিজেদের একটা গোপন তথ্য ফাঁস করলেন। বিয়ের অনেক আগেই নিজেদের জন্য বাড়ি কেনেন বলে জানান তিনি। বলেন, তিনি ও তার স্বামী অভিনেতা জাহির ইকবাল বিয়ের আগেই মুম্বাইয়ে তাদের বিশাল অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন। সম্প্রতি নিজের এক ইউটিউব ভ্লগে সোনাক্ষী বাড়ির সংস্কার ও ডিজাইন নিয়ে বিস্তারিত শেয়ার করেছেন। সেখানে জাহিরও উপস্থিত ছিলেন।
12 ঘন্টা আগে
'রং দে বাসন্তী' সিনেমার পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন সোহা আলি খান
'রং দে বাসন্তী' সিনেমার পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন সোহা আলি খান
2025-09-23
বিগত ২০০৬ সালে মুক্তি পায় সিনেমা 'রং দে বাসন্তী'। এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে একটি। এই সিনেমাটি এখনো দর্শকমনে দাগ কাটে। প্রায় দুই দশক পরও অনেকেই বিশ্বাস করেন যে, এটি এমন একটি সিনেমা যা এক এবং অদ্বিতীয়। সেই সিনেমা অভিনয় করেছিলেন অভিনেত্রী সোহা আলি খান, আমির খান, কুনাল কাপুর প্রমুখ। তবে মুক্তির সময় সিনেমার সাফল্য নিশ্চিত ছিল না। সম্প্রতি জুমে এক সাক্ষাৎকারে সোহা আলি খান সিনেমাটির প্রাথমিক দিনের অনিশ্চয়তার কথা স্মরণ করেছেন। তিনি বলেন-যে নির্মাতারা সিনেমার ভবিষ্যৎ নিয়ে এতটা অনিশ্চিত ছিলেন যে, তারা অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকে কিছু পারিশ্রমিক ফেরত চেয়েছিলেন। অভিনেত্রী বলেন, কেউ-ই ভাবতে পারেননি যে, এটি এত টাকা আয় করবে বা মানুষের ওপর এত প্রভাব ফেলবে। আসলে যখন আমরা সিনেমাটির প্রচার করছিলাম, তখন প্রযোজকরা ফোন করে বলেছিলেন- আমাদের দেওয়া কিছু টাকা ফেরত দিতে পারবেন কি? কারণ আমরা নিশ্চিত নই যে এই সিনেমাটি ভালো ব্যবসা করবে।
লাদাখে শুটিং করতে গিয়ে আহত ভাইজান সালমান খান
লাদাখে শুটিং করতে গিয়ে আহত ভাইজান সালমান খান
2025-09-21
বলিউডের ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ভাইজানখ্যাত সালমান খান। প্রায় মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল সিনেমাটির শুটিং; এমন সময়েই নায়কের হতাহতের খবর এলো। ভারতীয় গণমাধ্যমের খবর, এই সিনেমায় একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান খান, পান বেশ খানিক চোট। তবে আঘাত পেলেও সেই শুটিং শেষ করা হয় বলে জানা গেছে। কনকনে ঠান্ডার মধ্যে লাদাখের বরফাবৃত এলাকায় চলছিল এই সিনেমার শুটিং। প্রায় ৪৫ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সালমানের শুটিং ছিল ১৫ দিনের জন্য। এই সময় বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং হয়েছে।