আর্কাইভ
লগইন
হোম
সিনেমা
যেভাবে প্রেম হয় সালমান-ঐশ্বরিয়ার, জানালেন অভিনেত্রী স্মিতা জয়াকর
ভাইজানখ্যাত বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ও বিচ্ছেদের পর অনেক বছর কেটে গেলেও, এখনো তাদের নিয়ে চর্চার অন্ত নেই। সেই সময় ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন এ তারকা জুটি। আর সেখান থেকেই হয়েছিল তাদের দুইজনের প্রেমের সূত্রপাত। আর এ সিনেমায় ঐশ্বরিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী স্মিতা জয়াকর।
1 দিন আগে
মরুভূমিতে নায়ক নিরবের সঙ্গে নায়িকা ইধিকা পাল
মরুভূমিতে নায়ক নিরবের সঙ্গে নায়িকা ইধিকা পাল
2025-06-02
ইধিকা পাল আলোচনায় এসেছিলেন মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। সর্বশেষ ‘বরবাদ’ সিনেমাতে শাকিব খানের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করে বাংলাদেশে জনপ্রিয়তা পান কলকাতার এই নায়িকা। এর ফাঁকে অবশ্য ইধিকা ‘কবি’ নামে একটি ছবি করেছিলেন শরিফুল রাজের সঙ্গে, সেটি আলোর মুখ দেখেনি। এবার ইধিকাকে দেখা গেল চিত্রনায়ক নিরবের সঙ্গে। দুবাইয়ে তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত ইধিকার পিপাসা মিটালেন নিরব। তারপর দু’জনের নাচানাচি। এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপনচিত্রে। অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে। এরই মধ্যে ওভিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে।
তাহলে কি শাকিবের তৃতীয় বিয়ের পাত্রী মিষ্টি জান্নাত?
তাহলে কি শাকিবের তৃতীয় বিয়ের পাত্রী মিষ্টি জান্নাত?
2025-06-02
এই সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। দেশের পর নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার। তিনি ব্যক্তিগত কারণে অনেক দিন ক্যামেরার বাইরে আছেন। সামনেই আসছে তার বড় বাজেটের দুইটি সিনেমা। একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে তাকে। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার পোস্ট করা ছবি। ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে কোথায় উড়াল দিলেন মিষ্টি জান্নাত। একটা সময় দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন মিষ্টি জান্নাত। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে আবারও আলোচনায় অভিনেত্রী। এবার দেখা গেল শাকিব খানের সঙ্গে কোথাও উড়ে যাচ্ছেন মিষ্টি জান্নাত।