আর্কাইভ
লগইন
হোম
সিনেমা
এবারই প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করবেন রুনা খান
রুনা খান, ছোট ও বড় পর্দায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন। এবার প্রথম অভিনয় করতে যাচ্ছেন সিনেমার নায়িকা চরিত্রে। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামে সিনেমাটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী। সিনেমাটির নির্মাতা জানান, এরইমধ্যে সিনেমার প্রধান চরিত্র অভিনয়ের জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। বাকি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়াও প্রায় শেষ। বছরের শেষ প্রান্তে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। তার আগেই নির্মাণ সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সম্পন্ন করবেন।
4 ঘন্টা আগে
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
2025-08-09
সচরাচর সিনেমা হিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বরিয়া-অভিষেক, শহীদ-কারিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা অনস্ক্রিনের রোমান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়। তাই এবার বলিউড পাড়ায় খবর, শুধু পর্দায় নয় আলোচিত ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি ‘বাস্তব জীবন’-এও জমে ক্ষীর! একটি ভিডিওর মাধ্যমে এই গুঞ্জনের শুরু। কী এমন ছিল সেই ভিডিওতে? দেখা গেছে, পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিল। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বেরতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আলোচনা চলছে। দেখা যায়, অহন তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। অহন-অনীতের এই ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।
৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর: চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর: চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
2025-08-06
ঢালিউডের এই সময়ের একজন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গত ৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যান। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত। বাবাকে হারিয়ে ফেসবুকে দিচ্ছেন একের পর এক আবেগঘন পোস্ট দিচ্ছেন। আজ বুধবার (০৬ আগস্ট) সামাজিকগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর।’ তিনি লিখেন, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’ অভিনেত্রীর ভাষ্যে, ‘কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।’