আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ
পাকিস্তান দলকে হারিয়ে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
প্রথম ম্যাচের তিক্ততা ভুলে এবার হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজারে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে মেয়েরা। এতে ১-১ সমতায় ফিরলো সিরিজ। পাকিস্তান আগে ব্যাট করে ৮১ রানের লক্ষ্য দিয়েছিল। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৪ রানে আউট হয়ে যান অধিনায়ক অরিত্রী মণ্ডল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ওপেনার সুমাইয়া আক্তার একে একে ৩ সতীর্থকে সাজঘরে ফিরতে দেখেও ধৈর্য হারাননি।
3 দিন আগে
আবারো সেই বিতর্কিত রেফারি বাংলাদেশ-ভারত ম্যাচে
আবারো সেই বিতর্কিত রেফারি বাংলাদেশ-ভারত ম্যাচে
2025-11-18
এই বছর জুনে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ২-১ গোলে হেরে যায়। সেই ম্যাচের শেষ দিকে বড় বিতর্ক তৈরি হয়। ৯৩তম মিনিটে ডিবক্সে ফয়সাল আহমেদ ফাহিমকে পেছন থেকে ট্যাকল করেছিলেন সিঙ্গাপুরের ইরফান নাজিব। বাংলাদেশ মনে করেছিল এটি স্পষ্ট পেনাল্টি। কিন্তু রেফারি বাঁশি না বাজানোয় সমর্থকদের ক্ষোভ তুঙ্গে ওঠে। এবার বাংলাদেশ-ভারত ম্যাচ সামনে। এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক তখনই জানা গেল—সেই বিতর্কিত রেফারি আবারও দায়িত্বেআছেন । এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন- ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড পোস্তানিস দেপুয়াত। তিনি ২০১৪ সাল থেকে ফিফা রেফারি। ২০২৫ সালের জন্য ফিলিপাইনে যারা ফিফা ব্যাজ পেয়েছেন, তাদের মধ্যে ক্লিফোর্ডই সবচেয়ে অভিজ্ঞ।
৬ মিয়ানমার নাগরিক আটক বান্দরবানে
৬ মিয়ানমার নাগরিক আটক বান্দরবানে
2025-11-16
বান্দরবান সদর জোনের রেইচা সেনাক্যাম্প চেকপোস্টে ৬জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে বলে বান্দরবান রিজিয়নের সদর জোন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন- রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) এবং মো. সাগের (২১)। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা কার্যক্রম চলাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এই সময় ৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।
নারী কাবাডি বিশ্বকাপে ঢাকায় আসছে না আর্জেন্টিনা দল
নারী কাবাডি বিশ্বকাপে ঢাকায় আসছে না আর্জেন্টিনা দল
2025-11-15
বাংলাদেশ প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। নারী কাবাডি বিশ্বকাপের এই আসরে অংশগ্রহণের কথা ছিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার। কিন্তু শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে দলটি। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। আর্জেন্টিনা না আসায় এখন বিশ্বকাপে সফরকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। ফেডারেশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জাঞ্জিবার ঢাকায় এসেছে। আজ রাতে আসবে আরও ২টি দেশ।