আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু
বাংলাদেশ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণএক শুরু পেল। নেপালের কাঠমান্ডুতে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। ব্যাট হাতে ম্যাচের নায়ক ছিলেন শারমিন আক্তার। তিনি খেলেছেন ৩৯ বলে ৬৩ রানের ইনিংস। এটি ছিল নারী টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ফিফটি। এই ইনিংসে ছিল ৮টি ৪ ও ১টি ৬। শারমিনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোবহানা মোস্তারি। তিনি করেন ২৯ বলে ৩২ রান। টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে ভালো করেন মাহি মাধাভান। তিনি নেন ৩ উইকেট। ইসানি ভাগেলা নেন দুটি উইকেট।
1 দিন আগে
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ
2025-12-18
ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক আহাদ মিয়ার লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবক আহাদের লাশ হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন- ভারতের মেঘালয়ের চেলা থানার আইও এমকে সিংহ ও বিএসএফ সদস্য, বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, এসআই মোহন রায়, আব্দুল জলিল এবং স্থানীয় লাফার্জ সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডারসহ দু-দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।