আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ
বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আফগানিস্তানও আসছে না
আগামী ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। একই ভেন্যুতে মিয়ানমারের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে আফগানিস্তানও ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে আগামী ১৩ নভেম্বর নির্ধারিত প্রীতি ম্যাচটিও বাতিল হয়ে গেছে। তবে বিকল্প প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্ধারিত তারিখেই নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
12 ঘন্টা আগে