আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরই তিনি দেশে ফেরেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখা দেয়। 
11 মিনিট আগে
আমিরুলের ৫ গোল, ওমানকে উড়িয়ে দিল যুব হকি দল
আমিরুলের ৫ গোল, ওমানকে উড়িয়ে দিল যুব হকি দল
2025-12-04
দক্ষিণ ভারতের মাদুরাইয়ে চলমান যুব হকি বিশ্বকাপে যেন গোল উৎসব করলো বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে চিরচেনা প্রতিপক্ষ ওমানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন লাল-সবুজের যুবারা। আমিরুল ইসলামের অবিশ্বাস্য ৫ গোলের সুবাদে ওমানকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক হকিতে ওমান ও বাংলাদেশের লড়াই সাধারণত হাড্ডাহাড্ডি হয়ে থাকে। কিন্তু আজকের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ডাচ কোচ আইকম্যানের অধীনে দলের গতি, পাসের নির্ভুলতা এবং পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল আদায়ের দক্ষতায় স্পষ্ট উন্নতির ছাপ দেখা গেছে।
বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী মেক্সিকো
বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী মেক্সিকো
2025-12-03
মেক্সিকো বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) মেক্সিকোতে এক অনুষ্ঠানে এই কথা জানানো হয়। এই সময় মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপও গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। অনুষ্ঠান শুরুর পূর্বে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মেক্সিকো পার্লামেন্টের অধিবেশন কক্ষে আমন্ত্রণ জানানো হয়, যেখানে তিনি কর্মরত আইনপ্রণেতাদের ভোটাভুটির কার্যক্রম প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে যোগ দেন জর্ডানের রাষ্ট্রদূত আদলি কাসেম আলখালেদি এবং আইভরি কোস্টের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন রবার্ট লি। অধিবেশন চলাকালে কংগ্রেসের প্রেসিডেন্ট কেনিয়া লোপেস রাবাদান রাষ্ট্রদূত মুশফিকুল ফজুল আনসারীকে স্বাগত জানিয়ে মেক্সিকোর সব আইনপ্রণেতার (এমপি) সামনে মেক্সিকো-বাংলাদেশ মৈত্রী গ্রুপের আনুষ্ঠানিক ঘোষণা দেন।