দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে যেসব রেকর্ড ভাঙলো ইংল্যান্ড
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ঝড় উঠল পূর্ণ শক্তিতে। হ্যারি ব্রুকের দল গড়ল একের পর এক বিশ্বরেকর্ড, ছুঁয়ে ফেলল ৩০০ রানের মাইলফলকও।
ওপেনার জস বাটলার ও ফিল সল্টের বিধ্বংসী জুটিতে ইংল্যান্ড ২০ ওভারে তোলে অবিশ্বাস্য ৩০৪/২ রান। পরে ১৪৬ রানের ব্যবধানে জয় পায় তারা। এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে মাত্র তৃতীয়বার ৩০০ প্লাস ইনিংস, এবং প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দলের অংশগ্রহণে।