আর্কাইভ
লগইন
হোম
নায়িকা
‘দম’ সিনেমা মুক্তির পর নিজেকে পাক্কা অভিনেত্রী বলবেন পূজা চেরী
সামনে ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠান হয়ে গেল। গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই মহরত অনুষ্ঠিত হয়। এই সময় সিনেমা কলাকুশলীরা অংশ নেন। মহরত অনুষ্ঠানে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এই সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। এটি পরিচালনা করছেন ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। শিগগিরই শুরু হবে সিনেমা 'দম'-এর শুটিং। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
7 ঘন্টা আগে
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
2025-08-09
সচরাচর সিনেমা হিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বরিয়া-অভিষেক, শহীদ-কারিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা অনস্ক্রিনের রোমান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়। তাই এবার বলিউড পাড়ায় খবর, শুধু পর্দায় নয় আলোচিত ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি ‘বাস্তব জীবন’-এও জমে ক্ষীর! একটি ভিডিওর মাধ্যমে এই গুঞ্জনের শুরু। কী এমন ছিল সেই ভিডিওতে? দেখা গেছে, পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিল। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বেরতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আলোচনা চলছে। দেখা যায়, অহন তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। অহন-অনীতের এই ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।
প্রেম করছেন ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিক!
প্রেম করছেন ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিক!
2025-08-04
স্টার জলসার জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকের ঝিলিক খ্যাত তিথি বসু প্রেম করছেন। এই খবর অবশ্য বেশ কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল। আসলে তিনি নিজেই কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। এই অভিনয় শিল্পী গত মার্চে মানালী সফরে গিয়েছিলেন। সেখানেই তিনি খোঁজ দিয়েছিলেন মনের মানুষের। তবে সেখানে অবশ্য তার পরিচয় সামনে আনেননি। এবার অবশেষে প্রেম প্রসঙ্গে কথা বললেন নায়িকা। সেই সফর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিথি। সেখানেই সাদা কালো ছবিগুলোতে দেখা যাচ্ছিল তিনি একা নয়, তার সঙ্গে আছেন আরও একজন। তিনি তার প্রেমিক। যদিও তিথি বা তার প্রেমিক কারও মুখ দেখা যায়নি তখন। ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, আমি ওর, আর ও আমার। শেষ পর্যন্ত শুধু আমি আর সে।