আর্কাইভ
লগইন
হোম
অভিনয়
নতুন প্রজন্মের জন্য অভিনেতা প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট
এই বছরের ০৫ জানুয়ারি না-ফেরার দেশে চলে গেছেন বাংলা সিনেমার নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অনেক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। তার সম্পর্কে যেন নতুন প্রজন্ম জানতে পারে, সে জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ‘অ্যাক্টর প্রবীর মিত্র’ নামের এ ওয়েবসাইটে তাঁর জন্ম, বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বিষয় উল্লেখ রয়েছে। আছে অদেখা অনেক স্থিরচিত্র।
2025-09-29
অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন
অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন
2025-09-17
অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে তিনি ঘুমের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রেডফোর্ডের মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। ১৯৬৩ সালে ‘বেয়ারফুট ইন দ্য পার্ক’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান পোক্ত করেন রেডফোর্ড। ১৯৬৭ সালে নাটকটি চলচ্চিত্রে রূপ নিলে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সত্তরের দশকে হলিউডের শীর্ষ নায়কদের কাতারে জায়গা করে নেন। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্টিং তাকে এনে দিয়েছিল সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন।
হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, সেই বনশ্রী মারা গেছেন
হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, সেই বনশ্রী মারা গেছেন
2025-09-16
ঢালিউড সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হিট নায়িকা হয়েও বস্তিতে থেকে করুণ জীবন যাপন করেছেন তিনি। অবশেষে সাঙ্গ হলো সেই জীবনের ঘানি টানা। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, চিত্রনায়িকা বনশ্রী বেশকিছু অসুখে ভুগছিলেন, আজ তিনি মারা গেছেন, বাদ আসর তাকে মাদারীপুর দাফন করা হবে। সনি রহমান বলেন, ‘বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।’ তিনি জানান, আজ বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে তাকে দাফন করা হবে।