আর্কাইভ
লগইন
হোম
অভিনয়
চলচ্চিত্র অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
ঢালিউড চলচ্চিত্রের অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন। গতকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৮ বছর। অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ভাতিজা সংগীতশিল্পী নিলয় আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। জাহানারা ভূঁইয়া দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসের কারণে তার ২টি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী।
2 দিন আগে
মোশাররফ করিমের পাগলুর মায়া হলেন সাফা কবির
মোশাররফ করিমের পাগলুর মায়া হলেন সাফা কবির
2025-08-12
সাফা কবির দীর্ঘদিন পর মোশাররফ করিমের সঙ্গে জুটি হিসাবে নতুন নাটকে কাজ করলেন। এই অভিনেত্রী এখন খুব বেছে বেছে কাজ করছেন। ফলে নাটকের সংখ্যা কমে গেছে। সম্প্রতি তিনি শুটিং শেষ করলেন ‘পাগলু’ নামের একটি নাটকের। এতে বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই নাটক। এটি পরিচালনা করেছেন সালমান রহমান খান। নির্মাতা জানান, শুটিং শেষ হয়েছে, এখন নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে। শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মুক্তি পাবে। নাটকে হাস্যরসের মাধ্যমে এক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
ওয়েস্টার্ন আউটফিটে যেন আরও ক্যারিশম্যাটিক তাসনিয়া ফারিণ
ওয়েস্টার্ন আউটফিটে যেন আরও ক্যারিশম্যাটিক তাসনিয়া ফারিণ
2025-08-10
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন। বাংলা সিনেমা পাশাপশি কলকাতা বাংলা সিনেমায় হয়েছে অভিষেক। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসির অভিনেত্রী হিসেবেই পরিচিত ফারিণ। তার সাদামাটা সাজ, সাধারণ পোশাক আর ন্যাচারাল লুক বরাবরই দর্শকদের পছন্দের তালিকায়। তবে পশ্চিমা পোশাকেও কম যান না শোবিজের এই প্রিয় মুখ। ওয়েস্টার্ন আউটফিটে ধরা দিলেই যেন অন্যরকম মোহ ছড়িয়ে দেন তিনি। যেন পুরোদস্তুর গ্ল্যামার গার্ল! সামাজিকমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ওয়েস্টার্ন আউটফিটে তাসনিয়া ফারিণ যেন আরও বোল্ড আর ক্যারিশম্যাটিক। জানা যায়, ছবিগুলো তুলেছেন শোবিজের পরিচিত ফটোগ্রাফার রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)।
৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর: চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর: চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
2025-08-06
ঢালিউডের এই সময়ের একজন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গত ৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যান। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত। বাবাকে হারিয়ে ফেসবুকে দিচ্ছেন একের পর এক আবেগঘন পোস্ট দিচ্ছেন। আজ বুধবার (০৬ আগস্ট) সামাজিকগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর।’ তিনি লিখেন, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’ অভিনেত্রীর ভাষ্যে, ‘কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।’