আর্কাইভ
লগইন
হোম
অভিনয়
ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন
বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল অধ্যায়ের অবসান হলো। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বার্দো ছিলেন গ্ল্যামার ও সাহসিকতার এক অনন্য প্রতীক। তবে অবাক করা বিষয় হলো, যখন তার ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই রূপালী পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই ফরাসি সুন্দরী। সেই সময় তার এই সিদ্ধান্ত ভক্তদের চমকে দিলেও বার্দো ছিলেন অটল। অভিনয় ছাড়ার সময় এক কালজয়ী উক্তিতে তিনি বলেছিলেন, ‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’
1 দিন আগে
মোশাররফ করিমের সংসার চলে লোক হাসিয়ে
মোশাররফ করিমের সংসার চলে লোক হাসিয়ে
2025-12-03
ছোট পর্দার নাটক, সিনেমা এবং ওটিটি কনটেন্ট-সব মাধ্যমেই জনপ্রিয়তার তুঙ্গে ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। বছরজুড়ে নাটক নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেতা সিনেমা নিয়েও বর্তমানে খুব মনোযোগী। সর্বশেষ তাকে দেখা গেছে গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায়। এবার জানা গেল আরও একটি নতুন সিনেমার খবর। চলতি মাসেই এটি মুক্তি পাবে। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। ‘ডিমলাইট’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ানের চরিত্রে পর্দায় আসছেন। যিনি লোক হাসিয়েই জীবিকা নির্বাহ করেন। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।
দেড় মাসের প্রেমেই প্রযোজককে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী মায়মুনা মম
দেড় মাসের প্রেমেই প্রযোজককে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী মায়মুনা মম
2025-11-24
মডেল-অভিনেত্রী মায়মুনা মম। বিজ্ঞাপন, একক ও ধারাবাহিক নাটক, চলচ্চিত্র সবখানেই নিজেকে মেলে ধরেছেন তিনি। পাশাপাশি করেছেন উপস্থাপনা। গত শুক্রবার (২১ নভেম্বর) বিয়ে করলেন এই অভিনেত্রী। পাত্র চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান। ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মাইমুনা মম ও রাফায়েল আহসান। জানা গেছে, দেড় বছর ধরে তাদের দুইজনের পরিচয়। এই সময়টায় তারা ঘোরাঘুরি করেছেন, নিজেদের জেনেছেন, পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের চেষ্টাও করেছেন। গত দেড় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। এরপর দুইজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন। পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।