আর্কাইভ
লগইন
হোম
অভিনয়
৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর: চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
ঢালিউডের এই সময়ের একজন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গত ৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যান। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত। বাবাকে হারিয়ে ফেসবুকে দিচ্ছেন একের পর এক আবেগঘন পোস্ট দিচ্ছেন। আজ বুধবার (০৬ আগস্ট) সামাজিকগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর।’ তিনি লিখেন, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’ অভিনেত্রীর ভাষ্যে, ‘কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।’
20 ঘন্টা আগে
নাটকের শুটিং সেটে দুর্ঘটনার শিকার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল
নাটকের শুটিং সেটে দুর্ঘটনার শিকার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল
2025-07-24
ঢাকাই ছবির ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে একটি নাটকের শুটিং করছিলেন তিনি, সেই সময় শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডের আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পান অভিনেত্রী। এরপর প্রাথমিক ট্রিটমেন্টে বিশ্রামে সুনেরাহ। তিনি বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম, ঐসময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই। তিনি আরও বলেন, আমার দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে গেছে। তখন অনেক রক্তক্ষরণ হচ্ছিল। প্রথম দিকে যখন রক্ত বের হচ্ছিল, তখন খুব একটা ব্যথা করেনি; কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে। প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছি। তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, সেটি এখনো বলতে পারছেন না বলে জানান সুনেরাহ।
মেহজাবীন চৌধুরী কি কানাডায় স্থায়ী হচ্ছেন?
মেহজাবীন চৌধুরী কি কানাডায় স্থায়ী হচ্ছেন?
2025-07-21
‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০১০ সালে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর গত দেড় দশকে অভিনয়ে ঈর্ষান্বিত জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দীর্ঘ সময় ছোট পর্দায় কাজের পর বড় পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে। নিজের প্রথম ও দ্বিতীয় সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন মেহজাবীন। একের পর এক চলচ্চিত্র উৎসবে পেয়েছে প্রশংসা ও পুরস্কার। শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গেল বছরের ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমাটির জন্য প্রশংসিতও হন তিনি। এরপর ৭ মাস পেরিয়ে গেলেও আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার। এই সময়টা তিনি দেশ-বিদেশে ঘুরে কাটাচ্ছেন।