আর্কাইভ
লগইন
হোম
অভিনয়
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির
এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় পা রাখবেন শিগগিরই। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এই তারকা অল্পসময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
2 ঘন্টা আগে
তিন বছর পর আবার জুটি হলেন তাহসান ও মিম
তিন বছর পর আবার জুটি হলেন তাহসান ও মিম
2025-09-03
তাহসান খান গানের জগতের মানুষ। নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য তার। তবে অভিনয়টা শুরু করেছিলেন ভালো লাগা থেকে। সেই অভিনয়টা যে নিয়মিত হয়ে যাবে, তা ভাবেননি। অন্যদিকে লাক্স তারকা হয়ে ‘দারুচিনির দ্বীপ’ সিনেমা দিয়ে বিদ্যা সিনহা মিমের যাত্রা শুরু। ‘পরাণ’ সিনেমায় সাফল্যের পর তার চলচ্চিত্রের অবস্থানটা পেয়েছে নতুন মাত্রা। এই দুই তারকা ৩ বছর আগে একসঙ্গে ৩টি নাটকে জুটি হয়েছিলেন। নাটক ৩টি হলো- ‘আদার হাফ’, ‘অবশেষে’ ও ‘মরিবার হলো তার সাধ’। এরপর আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের। এই সময়ে দুইজনের জীবনে এসেছে নানা পরিবর্তন।
যুক্তরাষ্ট্রে কি স্থায়ী হবেন পারসা ইভানা?
যুক্তরাষ্ট্রে কি স্থায়ী হবেন পারসা ইভানা?
2025-08-31
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৭ মাস কাটিয়ে থেকে দেশে ফিরেছেন এই সময়ের অভিনেত্রী পারসা ইভানা। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। অ্যাওয়ার্ড শো এবং নৃত্য প্রতিযোগীতার বিচারকের আসনে দেখা গেছে তাকে। এসব অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে তাকে। যেখানে তাকে প্রশ্ন করা হয়- যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে এতদিন সেখানে থেকেছেন কিনা? জবাবে ইভানা অবশ্য স্পষ্ট জানিয়েছেন, তার এই মুহূর্তে দেশ ছাড়ার কোন ইচ্ছে নেই। তিনি বলেন, আমার মা থাকেন নিউইয়র্কে। তাকে দেখতে ও তার সঙ্গে কিছুটা সময় কাটাতে আমি প্রায় প্রতি বছরই যুক্তরাষ্ট্রে যাই। এবার একটু বেশি সময় থেকেছি, তবে তার কারণও আছে। নিজেকে আমি আরেকটু পরিপক্ক তুলতে চাইছিলাম। মনে হয়েছিল, নাচ যেমন ছোটবেলা থেকে গুরু ধরে শিখেছি, তেমনি অভিনয়টাও শেখা দরকার। সেই জন্য যুক্তরাষ্ট্রকে ভালো অপশন মনে হলো।