আর্কাইভ
লগইন
হোম
অভিনেত্রী
’সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন’: বিপাশা হায়াত
দেশের একসময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত-তৌকির আহমেদ। দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় এই জুটি বাস্তবজীবনেও একসঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। পরিচয়ের শুরু থেকেই দুইজনের বোঝাপড়াটা ছিল দারুণ, সেই প্রেক্ষিতেই বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নেন আলোচিত এই যুগল। এখনো এই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহ এতটুকুও কমেনি। সম্প্রতি বিয়ের আড়াই যুগ পর তাদের বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন বিপাশা হায়াত। শুরুতেই পডকাস্টটিতে শুধু তৌকির আহমেদ থাকলেও পরে চমকে দিয়ে সেখানে উপস্থিত হন বিপাশা হায়াতও। তৌকিরের সঙ্গে তার কি নিয়ে স্বপ্ন ছিল সে প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘তৌকীর আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুইজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।’
1 দিন আগে
সালমানের জন্মদিনের শুভেচ্ছাতে যা বললেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা
সালমানের জন্মদিনের শুভেচ্ছাতে যা বললেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা
2025-12-28
একসময়ে বলিউডে আলোচিত জুটি ছিলেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন ছাপিয়ে একসময় বাস্তবেও প্রেমের রূপ নিয়েছিল এই তারকা জুটির। তাদের সেই প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এমনকি একসময় গুঞ্জন উঠেছিল— এই জুটি বুঝি বিয়ের পিঁড়িতেই বসছেন! তবে সময়ের ব্যবধানে সেই প্রেমের ইতি ঘটে। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী এবং এক সন্তানের জননী। জীবন বদলে গেলেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা। ভাইজানখ্যাত অভিনেতা সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ভাইজানের ৬০ বছরে পদার্পণ। প্যানভেলের ফার্মহাউসে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে ৬০তম জন্মদিন উদযাপন করেন সালমান খান। আয়োজন ছিল একেবারেই জমকালো ও রাজকীয়। সালমানের পরিবারের সদস্য ছাড়াও সেখানে ছিলেন বলিউডের একাধিক তারকা।
মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি
মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি
2025-12-22
‘ওয়ানএক্সবিট’ নামে একটি বেআইনি বেটিংঅ্যাপের মাধ্যমে কোটি কোটি রুপির প্রতারণার অভিযোগ উঠেছিল। বেআইনি এই মামলায় মাসখানেক পূর্বে ২৯ জনের বিরুদ্ধে মামলা রজ্জু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও নেটপ্রভাবী এবং সাবেক ক্রিকেটার। সেই তালিকায় ছিলেন- দক্ষিণী তারকা রানা দগ্গুবতী থেকে বিজয় দেবেরাকোন্ডা, কপিল শর্মাসহ একাধিক তারকা। এবার সে তালিকায় নয়া সংযোজন অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। এর পূর্বে আর কোনো টালিউড তারকার নাম জড়ায়নি। তদন্তে নেমে একাধিক তারকার নাম উঠে আসে। প্রায় দুই মাস পূর্বে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরাকে। তাদের বেআইনি বেটিংঅ্যাপকাণ্ডে এবার মামলায় নতুন মোড় নিয়েছে। এই মামলায় জড়িত থাকার শুধু দুই তারকার সম্পত্তি নয়; একাধিক তারকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি।
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন মাসুমা রহমান নাবিলা
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন মাসুমা রহমান নাবিলা
2025-12-21
অমর কবি জীবনানন্দ দাশের কাল্পনিক নারী চরিত্রকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমার নাম ‘বনলতা সেন’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি মুক্তির কথা ছিল গত বছর। তবে সে সময় দেশের পরিস্থিতি বিবেচনায় মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। এদিকে ‘বনলতা সেন’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন- সময়ের আলোচিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে ‘বনলতা সেন’ হয়ে ওঠা নাবিলার জন্য সহজ ছিল না। জানা গেছে, শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নাবিলা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি নির্মাতাকে স্পষ্টভাবে জানান, বনলতা সেন চরিত্রটিই তিনি করতে চান।