আর্কাইভ
লগইন
হোম
অভিনেত্রী
শর্মিলা ঠাকুর ৮০ বছর বয়সে এসেও যে কাজ করেছিলেন
বলিউডের বর্ষীয়ান কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জীবনে ঘটেছে এক মজার ঘটনা। অভিনেত্রীর সেই মজার অভিজ্ঞতার কথা জানালেন তার মেয়ে অভিনেত্রী সোহা আলি খান। সূত্র জানায়, একদিন সোহা আলি খানের মা একটি বই প্রকাশনা অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময় পথে ভয়াবহ যানজট ছিল। তখন তিনি গাড়ি থেকে নেমে এক নারীকে থামান, যিনি স্কুটারে যাচ্ছিলেন। তাকে অনুরোধ করেন সামনে কাছাকাছি নামিয়ে দিতে।
5 ঘন্টা আগে
'রং দে বাসন্তী' সিনেমার পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন সোহা আলি খান
'রং দে বাসন্তী' সিনেমার পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন সোহা আলি খান
2025-09-23
বিগত ২০০৬ সালে মুক্তি পায় সিনেমা 'রং দে বাসন্তী'। এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে একটি। এই সিনেমাটি এখনো দর্শকমনে দাগ কাটে। প্রায় দুই দশক পরও অনেকেই বিশ্বাস করেন যে, এটি এমন একটি সিনেমা যা এক এবং অদ্বিতীয়। সেই সিনেমা অভিনয় করেছিলেন অভিনেত্রী সোহা আলি খান, আমির খান, কুনাল কাপুর প্রমুখ। তবে মুক্তির সময় সিনেমার সাফল্য নিশ্চিত ছিল না। সম্প্রতি জুমে এক সাক্ষাৎকারে সোহা আলি খান সিনেমাটির প্রাথমিক দিনের অনিশ্চয়তার কথা স্মরণ করেছেন। তিনি বলেন-যে নির্মাতারা সিনেমার ভবিষ্যৎ নিয়ে এতটা অনিশ্চিত ছিলেন যে, তারা অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকে কিছু পারিশ্রমিক ফেরত চেয়েছিলেন। অভিনেত্রী বলেন, কেউ-ই ভাবতে পারেননি যে, এটি এত টাকা আয় করবে বা মানুষের ওপর এত প্রভাব ফেলবে। আসলে যখন আমরা সিনেমাটির প্রচার করছিলাম, তখন প্রযোজকরা ফোন করে বলেছিলেন- আমাদের দেওয়া কিছু টাকা ফেরত দিতে পারবেন কি? কারণ আমরা নিশ্চিত নই যে এই সিনেমাটি ভালো ব্যবসা করবে।