আর্কাইভ
লগইন
হোম
অভিনেত্রী
‘দম’ সিনেমা মুক্তির পর নিজেকে পাক্কা অভিনেত্রী বলবেন পূজা চেরী
সামনে ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠান হয়ে গেল। গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই মহরত অনুষ্ঠিত হয়। এই সময় সিনেমা কলাকুশলীরা অংশ নেন। মহরত অনুষ্ঠানে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এই সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। এটি পরিচালনা করছেন ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। শিগগিরই শুরু হবে সিনেমা 'দম'-এর শুটিং। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
7 ঘন্টা আগে
বলিউড অভিনেত্রীদের কার কত পারিশ্রমিক?
বলিউড অভিনেত্রীদের কার কত পারিশ্রমিক?
2025-10-21
অনেক দিন ধরেই বলিউডে তারকাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য চলে আসছে। এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি সিনেমার পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতাদের। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদলে গেছে। সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন। তিনি একের পর দর্শকদের হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’। আবার শীঘ্রই তাকে দেখা যাবে ‘সিংহাম’ সিনেমায়। আর অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। এখন তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন সিনেমাপ্রতি আয় করেন ১৫ থেকে ২০ কোটি টাকা।
জয়া আহসান হলুদ শাড়িতে রূপের মায়া ছড়াচ্ছেন
জয়া আহসান হলুদ শাড়িতে রূপের মায়া ছড়াচ্ছেন
2025-10-20
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার আনন্দ-বেদনা, ভালোলাগা-মন্দলাগা সব ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। এবার ভক্ত–অনুসারীদের মধ্যে শেয়ার করে নিলেন হলুদ শাড়ির বাহারে। এবারেও রঙিন শাড়িতে ধরা দিয়ে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট নেটিজেনদের মনে আরও একবার জায়গা করে নিলেন জয়া আহসান। ফ্যাশনে অনন্য এক সৌন্দর্যের রূপ দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি দেখা যায়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে হলুদ রাঙা শাড়িতে হাস্যোজ্জ্বল অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রণ। তিনি শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন।
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
2025-10-18
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মতে, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারো সাফল্য আসবে’। জয়া আহসান তার এই পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্য’র কথাই উল্লেখ করতে চান। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি’। তিনি সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে জয়া বলেন, ‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন’।