আর্কাইভ
লগইন
হোম
অভিনেত্রী
‘কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না’: সোহিনী সরকার
অভয়া কাণ্ডের পর থেকেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের রাজনীতিতে যোগদানের গুঞ্জন শুরু হয়।ঐ সময় সোহিনী এই পুরো ঘটনাটি নিয়ে যেভাবে সক্রিয় ও সরব হয়েছিলেন, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো অচিরেই তাকে রাজনৈতিক মঞ্চে দেখা যাবে। এমন ভাবনার পেছনে কারণও ছিল এর আগেও টালিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীকেই একইভাবে সামাজিক ইস্যুতে সরব হওয়ার পর রাজনীতিতে যুক্ত হতে দেখা গিয়েছে। যদিও অভয়া কাণ্ডের একবছর পেরিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।
15 ঘন্টা আগে
দেড় মাসের প্রেমেই প্রযোজককে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী মায়মুনা মম
দেড় মাসের প্রেমেই প্রযোজককে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী মায়মুনা মম
2025-11-24
মডেল-অভিনেত্রী মায়মুনা মম। বিজ্ঞাপন, একক ও ধারাবাহিক নাটক, চলচ্চিত্র সবখানেই নিজেকে মেলে ধরেছেন তিনি। পাশাপাশি করেছেন উপস্থাপনা। গত শুক্রবার (২১ নভেম্বর) বিয়ে করলেন এই অভিনেত্রী। পাত্র চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান। ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মাইমুনা মম ও রাফায়েল আহসান। জানা গেছে, দেড় বছর ধরে তাদের দুইজনের পরিচয়। এই সময়টায় তারা ঘোরাঘুরি করেছেন, নিজেদের জেনেছেন, পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের চেষ্টাও করেছেন। গত দেড় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। এরপর দুইজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন। পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
মাত্র প্রেমে পড়লাম, খুব শীঘ্রই বিষয়টি প্রকাশ্যে আনবো: বাঁধন
মাত্র প্রেমে পড়লাম, খুব শীঘ্রই বিষয়টি প্রকাশ্যে আনবো: বাঁধন
2025-11-24
তিনি পর্দার বাইরেও প্রতিবাদী কণ্ঠস্বর। জুলাই আন্দোলনেও তার ভূমিকা প্রশংসিত। তিনি দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পর্দায় তিনি যেমন সফল ব্যক্তিগত জীবন তার উল্টো। একাধিকবার আঘাত পেতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে সেসব ভুলে নয়া সম্পর্কে জড়িয়েছেন বাঁধন। এই বিষয়ে বিস্তারিত শীঘ্রই সামনে নিয়ে আসবেন বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন ও আমার সন্তান নিয়ে- একটা সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা-বাবার সঙ্গে সম্পর্ক, আমার ভাইদের সঙ্গে সম্পর্ক- অনেক সুন্দর। আমি সেটা খুবই উপভোগ করছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শীঘ্রই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনবো।