মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মতে, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারো সাফল্য আসবে’।
জয়া আহসান তার এই পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্য’র কথাই উল্লেখ করতে চান। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি’।
তিনি সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে জয়া বলেন, ‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন’।