আর্কাইভ
লগইন
হোম
অভিনেত্রী
মিথিলার সাফল্যে খুশি স্বামী সৃজিত, তাহলে কী কমলো দূরত্ব!
মডেল, অভিনেত্রী, গায়িকা, শিক্ষক, উন্নয়নকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। শোবিজ ক্যারিয়ার বাইরে মিথিলা জানিয়েছেন তার নতুন অর্জনের কথা। সম্প্রতি তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন। গত সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানান এই তথ্য। তার এই সাফল্যে বেজায় খুশি তার স্বামী কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। মিথিলার করা এই পোস্ট সৃজিত নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। এই নির্মাতা সেখানে লেখেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’ কিছু দিন আগে মিথিলার ও তাহাসানের মেয়ে আইরা তেহরিম খান অভিনীত বিজ্ঞাপনের একটি পোস্টও শেয়ার করেছিলেন এই পরিচালক।
2 দিন আগে
বাঙালি সাজে ইউরোপের স্কাদার লেকে তাসনিয়া ফারিণ
বাঙালি সাজে ইউরোপের স্কাদার লেকে তাসনিয়া ফারিণ
2025-08-17
শুটিং বা কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন তিনি। এবার লাল শাড়িতে বাঙালি সাজে এই অভিনেত্রী দেখা গেল বিখ্যাত স্কাদার লেকে। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তের এই লেক থেকে ৬টি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন ফারিণ। এসময় অভিনেত্রীকে লাল শাড়ি পরে নৌকায় ঘুরতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে ফারিণ লেখেন, ‘দূরের আকাশ আর আমি তুমি’। এর সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। এই পোস্টের মন্তব্যের ঘরে ফারিণের সৌন্দর্যের প্রশংসা করেছেন ভক্তরা। একজন লেখেন, ‘শাড়িতে বেশ সুন্দর লাগছে। ’ আরেকজনের মন্তব্য এমন, ‘প্রিয় অভিনেত্রীকে অসাধারণ লাগছে।’