আর্কাইভ
লগইন
হোম
জনপ্রিয় অভিনেত্রী
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব দিয়েছিল প্রযোজক!
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। তিনি দুই যুগের বেশি সময়ে প্রথম সারির প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও পায়েলকে যেতে হয়েছে। এই অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিল। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব কথা বলেন পায়েল। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ এই কথা শুনেই সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, ‘সেক্সুয়ায়ল সুবিধা?’ রাখঢাক না রেখে পায়েল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই সেটা।’ এরপর পায়েল বলেন, উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ সিনেমায় অভিনয় করি। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো সিনেমার শুটিং করেছিলাম।
2 দিন আগে
জয়া আহসান হলুদ শাড়িতে রূপের মায়া ছড়াচ্ছেন
জয়া আহসান হলুদ শাড়িতে রূপের মায়া ছড়াচ্ছেন
2025-10-20
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার আনন্দ-বেদনা, ভালোলাগা-মন্দলাগা সব ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। এবার ভক্ত–অনুসারীদের মধ্যে শেয়ার করে নিলেন হলুদ শাড়ির বাহারে। এবারেও রঙিন শাড়িতে ধরা দিয়ে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট নেটিজেনদের মনে আরও একবার জায়গা করে নিলেন জয়া আহসান। ফ্যাশনে অনন্য এক সৌন্দর্যের রূপ দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি দেখা যায়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে হলুদ রাঙা শাড়িতে হাস্যোজ্জ্বল অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রণ। তিনি শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন।
এবার নতুন ভূমিকায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ
এবার নতুন ভূমিকায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ
2025-10-13
হার্টথ্রব ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ টেলিভিশন, ওটিটি সিরিজ ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে অভিনয় করে চলেছেন। এই মুহূর্তে অভিনয়ে তেমন ব্যস্ত নন ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি। তবে এবার তিনি নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয় ক্যারিয়ারে নিজের জায়গা তৈরি করার পর এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে প্রস্তুত তাসনিয়া ফারিণ। সামাজিক মাধ্যম ফেসবুকে গত শনিবার একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই ছবির পোস্টে ক্যাপশনে ফারিণ লিখেছেন— আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটির নাম কি দেওয়া উচিত? এরপর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন নাম প্রস্তাব আকারে জানান। সেখানে অভিনেত্রী উত্তরও দেন। ফারিণ লিখেছেন— অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।