কলকাতার তারকাদের হোলি খেলা
শুক্রবার শুটিংয়ের ব্যস্ততা ভুলে রঙের নেশায় মেতে উঠেন কলকাতার বাংলা বিনোদন দুনিয়ার প্রায় সব খ্যাতনামা চলচ্চিত্র শিল্পীরা । দেব থেকে শুরু করে অঙ্কুশ হাজরা, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, মধুমিতা সরকার, ঊষসী চক্রবর্তী— সবাই আজকের দিনে রঙে রঙিন। কেউ গানের তালে মাথা ঢেকে উদ্দাম নেচেছেন, কেউ সঙ্গিনীকে সঙ্গে নিয়ে ফাগ আবিরে রাঙা! আবার কেউ তো সাজসজ্জায় ‘মৃচ্ছকটিক’ নাটকের ‘বসন্তসেনা’। বাড়তি আকর্ষণ– ডায়েট ভুলে দেদারসে খানাপিনার বিপুল আয়োজন।