আর্কাইভ
লগইন
হোম
কলকাতা
কারিনা কাপুর ও লিওনেল মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা
বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025’ শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।
13 ঘন্টা আগে
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
2025-11-11
আগামী ১৩ ডিসেম্বর ভারত সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। তাকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে হতে চলেছে অনুষ্ঠান। এরপর ১৪ তারিখ মুম্বাই ও ১৫ তারিখ দিল্লিতে যাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ভারত সফরে GOAT কাপ ও কনসার্টে অংশ নেবেন মেসি। তাকে দেখার জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে মেসির সঙ্গে সেলফি তোলা এবং হ্যান্ডশেক করার ব্যবস্থা করেছেন আয়োজকরা। দীর্ঘ ১৪ বছর পর মেসি ভারতে আসছেন। শেষবার তিনি এসেছিলেন বিগত ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে। কলকাতায় একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন। এবার মেসি একা আসছেন। তাই এবার মেসিকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে চেষ্টার কোনও কমতি রাখছেন আয়োজকরা।
‘স্বার্থপর’ সিনেমা দেখে আফসোস, তাসনিয়া ফারিণ যা বললেন
‘স্বার্থপর’ সিনেমা দেখে আফসোস, তাসনিয়া ফারিণ যা বললেন
2025-10-28
বাংলাদেশের ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এই মুহূর্তে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে কলকাতায় অভিনেত্রী। একটা সময় দেবের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ হারিয়ে ফেলেন অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিকের ‘স্বার্থপর’ দেখে আফসোস করেন। কেন এই রকম সিনেমা বেশি বেশি তৈরি হয় না বলেও জানিয়েছেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলাম। অনেক দিন পর আসায় যেন বেশি ভালো লাগছে। সবার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। ঘুরছি এদিক-সেদিক। পছন্দের খাবারগুলোও খাওয়ার চেষ্টা করেছি। কলকাতায় সবে কালীপূজা শেষ হয়েছে। ভাইফোঁটার উদযাপন চলছে।- এমন প্রশ্নের উত্তরে তাসনিয়া বলেন, হ্যাঁ, এয়ারপোর্ট থেকে আসার সময়েই চারদিকে দেখেছি আতসবাজি পুড়ছে। সারা শহর আলোয় সাজানো। কী যে ভালো লাগছিল!
কলকাতায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ
কলকাতায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ
2025-10-26
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে একসঙ্গে দেখা গেল কলকাতায়। টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে।  বর্তমানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিং করছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে তাসনিয়া ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল তার। এরই মধ্যে দুইজনের কলকাতায় একসঙ্গে উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে। সেও জানতো না আমি এসেছি। তিনি বলেন, আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল- বেশ মজার এক কাকতালীয় ঘটনা।