আর্কাইভ
লগইন
হোম
মোবাইল ফোন ব্যবহার নিয়ে জয়া আহসানের যে পরামর্শ
মোবাইল ফোন ব্যবহার নিয়ে জয়া আহসানের যে পরামর্শ
দ্য নিউজ ডেস্ক
January 24, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যে কারণে আমেরিকার গ্রীনকার্ড পাননি শাহরিয়ার নাজিম জয় ও মাহিয়া মাহি
যে কারণে আমেরিকার গ্রীনকার্ড পাননি শাহরিয়ার নাজিম জয় ও মাহিয়া মাহি
2 ঘন্টা আগে
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা দুইজনেই দেশটিতে দীর্ঘদিন অবস্থান করার পেছনে একটি কারণ রয়েছে। সেখানে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ তৈরি করাই হচ্ছে তাদের বসবাসের মূল কারণ। তাই মাহি ও জয় গ্রীনকার্ডের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছিলেন। এই বিষয়ে কথা বলে জয়। জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়। এই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রীনকার্ডের জন্য আবেদন করেছিলেন এই দুই তারকা। তবে তাদের কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এতে তাদের সেই আবেদনে সাড়া মেলেনি। নাগরিকত্বের জন্য গ্রীনকার্ডের আবেদনের এই যাত্রায় প্রত্যাখ্যান করেছে সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ।
হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকে: শাকিব খান
হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকে: শাকিব খান
2 দিন আগে
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গতকাল বুধবার (২১ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এমন এক গুণী শিল্পীর প্রয়াণে দেশের শোবিজ জগতে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্র অঙ্গণের শিল্পী থেকে শুরু করে তার সহকর্মী ও শুভাকাঙক্ষীরা শ্রদ্ধাভরে ইলিয়াস জাভেদকে স্মরণ করছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় এই চিত্রনায়ক লেখেন,‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
যে অভিযোগ থেকে খালাসে কান্নায় ভেঙে পড়েছিলেন মাইকেল জ্যাকসন
যে অভিযোগ থেকে খালাসে কান্নায় ভেঙে পড়েছিলেন মাইকেল জ্যাকসন
6 দিন আগে
বিশ্ববরেণ্য পপ সংগীত জগতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। ‘কিং অব পপ’ নামে পরিচিত এই তারকা তার জীবদ্দশায় অসাধারণ সাফল্যের পাশাপাশি একাধিক গুরুতর বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শিশু যৌন নির্যাতনের অভিযোগ, যা ২০০৫ সালে বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।  এই অভিযোগের প্রেক্ষিতে সেসময়ে তাকে বেশ ভুগতে হয়েছিল। বিগত ২০০৫ সালের দিকে ফ্রাঙ্ক, অ্যালডো, মারি-নিকোল ও ডমিনিক ক্যাসিও-এই ৪ ভাইবোন মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও নিপীড়নের অভিযোগ তোলেন।  কিন্তু আদালত মামলা না নেওয়ায় পরবর্তীতে তারা ‘লিভিং নেভারল্যান্ড’ নামের একটি ডকুমেন্টারিতে জ্যাকসনের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রকাশ করেছিলেন।
’সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন’: বিপাশা হায়াত
’সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন’: বিপাশা হায়াত
6 দিন আগে
দেশের একসময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত-তৌকির আহমেদ। দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় এই জুটি বাস্তবজীবনেও একসঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। পরিচয়ের শুরু থেকেই দুইজনের বোঝাপড়াটা ছিল দারুণ, সেই প্রেক্ষিতেই বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নেন আলোচিত এই যুগল। এখনো এই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহ এতটুকুও কমেনি। সম্প্রতি বিয়ের আড়াই যুগ পর তাদের বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন বিপাশা হায়াত। শুরুতেই পডকাস্টটিতে শুধু তৌকির আহমেদ থাকলেও পরে চমকে দিয়ে সেখানে উপস্থিত হন বিপাশা হায়াতও। তৌকিরের সঙ্গে তার কি নিয়ে স্বপ্ন ছিল সে প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘তৌকীর আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুইজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।’