আর্কাইভ
লগইন
হোম
দুই বাংলা
রহস্যময় ক্যাপশনে লাল আপেল হাতে হাজির জয়া আহসান
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সামাজিকমাধ্যমেও বেশ সরব। প্রায়ই নিত্যনতুন লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দেন গুণী এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি তিনি ধরা দিলেন একেবারেই ভিন্ন এক অবতারে, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য ফিউশন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স।
2025-12-11