আর্কাইভ
লগইন
হোম
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
দ্য নিউজ ডেস্ক
January 03, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
6 ঘন্টা আগে
এই নতুন বছরের শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারিতে কোনো খেলা না থাকলেও আগামী ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবে টাইগাররা। এই বিশ্বকাপ আসরটির যৌথভাবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। আগামী ০৭ ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ পর্যন্ত চলমান এই আসরের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপে থাকা বাকি দুই দেশ নেপাল ও ইতালি। এই মেগা ইভেন্ট শেষ করেই ভারত-অস্ট্রেলিয়াসহ ক্রিকেটের বাঘা বাঘা সব দলের বিপক্ষে সিরিজ খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। মার্চে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এরপর ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। কিউইদের সঙ্গে সিরিজ শেষে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে আবারও পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আমির
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আমির
1 দিন আগে
আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিপিএলের ম্যাচে সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালসকে মাত্র ৬ রানে হারিয়েছে। এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ আমির। স্পেলে তিনি একটি মেইডেন ওভারও করলেন, যা তাকে টি-টোয়েন্টিতে একটি নতুন রেকর্ড এনে দিল। সিলেটের হয়ে ইনিংসের শুরুতেই বল করা আমির নতুন বলের আস্থার প্রতিদান দিলেন। তার প্রথম ওভারে ঢাকার ওপেনাররা—সাইফ হাসান ও জোবায়েদ আকবারি—কোনো রান করতে পারেননি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি আমিরের ২৮তম মেইডেন ওভার। এখন পর্যন্ত এই ফরম্যাটে আমিরের চেয়ে বেশি মেইডেন করেছে কেবল ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন, যিনি ৩৩টি মেইডেন ওভার করেছেন।
কুয়ালালামপুরে ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অভিবাসী আটক
2 দিন আগে
পৃথক অভিযানে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ মোট ১৬৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। কুয়ালালামপুরের পান্তাই ডালাম ও বুকিত বিনতাং এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন সূত্র জানায়, কুয়ালালামপুরের পান্তাই ডালামের একটি আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে শৃঙ্খলাবহির্ভূত আচরণ নিয়ে বাসিন্দাদের অভিযোগের পর অভিযান চালিয়ে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, জনসাধারণের অভিযোগ ও টানা দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বলতেন, খেলাই তারুণ্যের মূলমন্ত্র
ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বলতেন, খেলাই তারুণ্যের মূলমন্ত্র
3 দিন আগে
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন ক্রীড়ানুরাগী। আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো শোকাহত ক্রীড়াঙ্গনের সবাই। খালেদা জিয়ার আপন খালাতো বোন সাবেক তারকা অ্যাথলেট শামীমা সাত্তার মিমু তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেন, ‘নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিল। আমার আপন খালাতো বোন তিনি। যদিও আমি রাজনীতিতে কখনো জড়াইনি। উনাদের পরিবারের সবাই খেলাধুলা ভালোবাসতো। তারেক জিয়া ছোটবেলায় ক্রিকেট ও ফুটবল খেলতেন। আরাফাত রহমান কোকো বিসিবির সভাপতি ছিলেন। খেলাধুলা প্রচণ্ড ভালোবাসতেন খালেদা জিয়া।’ তিনি যোগ করেন, ‘আমার সঙ্গে দেখা হলেই খালেদা জিয়া বলতেন, খেলাধুলা নিজে করবি, অন্যদেরকেও উৎসাহিত করবি। খেলাধুলা করলে নাম হয়। বিদেশে রাষ্ট্রকে পরিচয় করিয়ে দেন একজন ক্রীড়াবিদ। খেলাই তারুণ্যের মূলমন্ত্র।’