আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশি
ইসরাইলি বাহিনীর হাতে আটক বাংলাদেশের শহিদুল আলম
ফিলিস্তিনের গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরায়িলী বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। আজ বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরাইলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। শাহিদুল আলম ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, ‘আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তা হলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরাইলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।’
20 ঘন্টা আগে
প্রথমবারের মতো মালয়েশিয়ায় ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’
প্রথমবারের মতো মালয়েশিয়ায় ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’
2025-09-17
বিশ্বের সামনে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য আয়োজন- ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’। আগামী ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী (সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত) এই মহোৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে, প্রবেশে কোনো ফি রাখা হয়নি। এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; বরং বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, উদ্ভাবন ও প্রবাসী গর্বকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক বহুমাত্রিক প্ল্যাটফর্ম। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবে অন্তত ৫,০০০ দর্শনার্থী অংশ নেবেন।
তাইজুল প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে খেলবেন
তাইজুল প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে খেলবেন
2025-09-10
বাংলাদেশের কোনো ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে কিনেছে ডারবান সুপার জায়ান্টস। তার পারিশ্রমিক ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৯০ হাজার টাকা। বাংলাদেশি কোনো ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে কিনেছে ডারবান সুপার জায়ান্টস। তার পারিশ্রমিক ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৯০ হাজার টাকা। এবারের নিলামে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল ১৪ জনের। তবে নিলামে বাংলাদেশ থেকে কেবল দুইজনের নাম তোলা হয়। মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তারা। তাইজুলকেই একমাত্র কিনেছে ডারবান সুপার জায়ান্টস। সাকিব আল হাসান, লিটন দাসদের নাম চূড়ান্ত ড্রাফটে উঠানোই হয়নি। এবারের নিলামে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল ১৪ জনের। তবে নিলামে বাংলাদেশ থেকে কেবল দুইজনের নাম তোলা হয়। মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তারা। তাইজুলকেই একমাত্র কিনেছে ডারবান সুপার জায়ান্টস। সাকিব আল হাসান, লিটন দাসদের নাম চূড়ান্ত ড্রাফটে উঠানোই হয়নি।