আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশি
প্রবাসী বাংলাদেশি আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন
এক প্রবাসী বাংলাদেশি আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় এই র‌্যাফেল ড্রর ভাগ্যবান বিজয়ী আবুধাবিতে বসবাসরত মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের এক প্রবাসী। র‌্যাফেল ড্রর পর শোর উপস্থাপক রিচার্ড ও বুশরা ঐ প্রবাসীকে কল করেন। তবে তারা বিজয়ীর সঙ্গে কথা বলতে পারেননি। আয়োজকরা জানান, গত ২৪ জুন ০৬১০০৮০ নম্বরের টিকিট কিনে এ পুরস্কার জিতেছেন প্রবাসী বেলাল।
9 ঘন্টা আগে
মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান : ১২ বাংলাদেশিসহ ৯৯ জন আটক
মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান : ১২ বাংলাদেশিসহ ৯৯ জন আটক
2025-06-16
মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ৬টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে গ্রাহকসেবা প্রদানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট ৮৫ জন বিদেশি নারীকে আটক করেছে। এছাড়াও আটক করা হয়েছে ১২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন বিদেশি পুরুষ কর্মীকেও। গতকাল রোববার (১৫ জুন) পাহাং জেআইএম পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানান, শনিবার (১৪ জুন) রাত ১টার দিকে কুয়ানতানের কাছে জালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৯৯ জন বিদেশির মধ্যে ৮১ জন থাই, বাংলাদেশি ১২, লাওটিয়ান ৪, ইয়েমেনি ১ এবং চীনা ১ একজন।