আর্কাইভ
লগইন
হোম
শাহরুখ খান
কারিনা কাপুর ও লিওনেল মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা
বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025’ শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।
15 ঘন্টা আগে
মুখ্যমন্ত্রী মমতার শুভেচ্ছাবার্তার জবাবে যা বললেন শাহরুখ খান
মুখ্যমন্ত্রী মমতার শুভেচ্ছাবার্তার জবাবে যা বললেন শাহরুখ খান
2025-11-05
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ছিল গত ০২ নভেম্বর। এই দিন ৬০তম জন্মদিন পালন করেন এই অভিনেতা। তবে তার এই বিশেষ দিনে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা কিং খানকে শুভেচ্ছা জানান। এদের মধ্যে অন্যতম ছিলেন- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সামাজিক মাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন। তবে এইদিন বাদশাহ তার ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন। ৬০তম জন্মদিনে ভক্ত-অনুরাগীরা কিং খানকে দর্শনের জন্য অধীর অপেক্ষায় ছিলেন। কিন্তু তার ভক্ত-অনুরাগীদের দেখা দেননি শাহরুখ খান। নিরাপত্তার কারণে প্রকাশ্যে আসেননি তিনি। সে জন্য ক্ষমাও চেয়েছেন কিং খান।
শাহরুখ খান ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য হিসেবে আছেন যারা
শাহরুখ খান ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য হিসেবে আছেন যারা
2025-11-03
বলিউড বাদশাহ যখন নতুন সিনেমার ঘোষণা দেন, তখন সেটি আর শুধুমাত্র খবর থাকে না; যেন হয়ে ওঠে এক রাজকীয় আয়োজন! বর্তমানে ঠিক এমনটাই ঘটছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ পেতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। এই সিনেমা নিয়েই বলিউডে এখন রীতিমতো চলছে আলোচনার ঝড়। সিনেপ্রেমীদের একাংশের মত, পর্দায় শাহরুখ নিজেই যেন এক রাজসভাই গড়ে তুলতে যাচ্ছেন এবার; যেখানে ‘কিং’ অর্থাৎ পর্দায় রাজা হিসেবে থাকবেন শাহরুখ! আর বলিউড বাদশাহর সঙ্গে এই রাজসভায় কারা থাকছেন- অর্থাৎ এই সিনেমার কাস্টিং লিস্ট, তা নিয়েও কিন্তু আলোচনা কম নয়।