আর্কাইভ
লগইন
হোম
শাহরুখ খান
শাহরুখ ভক্তের কাণ্ড: কাঁচ ভেঙে চেহারা বানিয়ে চমক
প্রথমে দেখলে হয়তো মনে হবে এলোমেলোভাবে ভাঙচুর করা হয়েছে কাঁচ; কিন্তু স্পষ্ট দৃষ্টিতে তাকালে দেখতে পাবেন বলিউড কিং শাহরুখ খানের মুখাবয়ব!  সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক ভক্ত শুধুমাত্র কাঁচ ভেঙে তৈরি করেছেন শাহরুখ খানের অবয়ব। কাছ থেকে কাঁচে অসংখ্য ফাটল দেখলেও কিছুই বোঝা যাবে না। কিন্তু ক্যামেরা যখন একটু দূর থেকে পুরো ফ্রেম ধরা শুরু করে, তখনই চোখের সামনে ধরা দেয় নিখুঁতভাবে গড়া শাহরুখের চেহারা।
11 ঘন্টা আগে
পুরুষ হিসেবে ইতিহাস তৈরির পথে শাহরুখ!
পুরুষ হিসেবে ইতিহাস তৈরির পথে শাহরুখ!
2025-04-12
ভারতীয় সুন্দরীরা অনেক পূর্বে থেকেই দ্যুতি ছড়াচ্ছেন ‘মেট গালা’র রেড কার্পেটে। বিগত ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই এই ফ্যাশন ইভেন্টে ভারতীয়দের যাত্রা শুরু হয়েছিল। এরপরে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। এবারে বলিউড থেকে জনপ্রিয় ফ্যাশন শোটিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। কয়েকদিন পূর্বে এই খবর জানা গেছে। তবে এবার জানা যায় আরও চমকপ্রদ খবর। সেটি হচ্ছে- প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে নাকি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন বলিউডের কিং খান ’শাহরুখ খান’। ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত ঘটে।