আর্কাইভ
লগইন
হোম
শাহরুখ খান
শাহরুখ খান ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য হিসেবে আছেন যারা
বলিউড বাদশাহ যখন নতুন সিনেমার ঘোষণা দেন, তখন সেটি আর শুধুমাত্র খবর থাকে না; যেন হয়ে ওঠে এক রাজকীয় আয়োজন! বর্তমানে ঠিক এমনটাই ঘটছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ পেতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। এই সিনেমা নিয়েই বলিউডে এখন রীতিমতো চলছে আলোচনার ঝড়। সিনেপ্রেমীদের একাংশের মত, পর্দায় শাহরুখ নিজেই যেন এক রাজসভাই গড়ে তুলতে যাচ্ছেন এবার; যেখানে ‘কিং’ অর্থাৎ পর্দায় রাজা হিসেবে থাকবেন শাহরুখ! আর বলিউড বাদশাহর সঙ্গে এই রাজসভায় কারা থাকছেন- অর্থাৎ এই সিনেমার কাস্টিং লিস্ট, তা নিয়েও কিন্তু আলোচনা কম নয়।
16 ঘন্টা আগে
পাঞ্জাবের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ খান
পাঞ্জাবের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ খান
2025-09-13
সম্প্রতি ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। সেখানকার কৃষকরা শুধু ফসল হারাননি, চাষজমিও সব তলিয়ে গেছে। মিলছে না পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারা। এক্ষেত্রে পিছিয়ে নেই বলিউড বাদশাহ শাহরুখ খানও। তার সংগঠন মীর ফাউন্ডেশন রাজ্যটির অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুর জেলা থেকে প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে দত্তক নিয়েছে। তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার ঘোষণা দিয়েছে। মীর ফাউন্ডেশন স্থানীয় এনজিও ভয়েস অব অমৃতসরের সহযোগিতায় বন্যাদুর্গত পরিবারগুলোর মধ্যে ওষুধ, স্যানিটেশন সরঞ্জাম, খাদ্যসামগ্রী, মশারি, ত্রিপল, বিছানাসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কাজ শুরু করে দিয়েছে।