মোস্তাফিজের সঙ্গে আরও ৯ বাংলাদেশি পিএসএলে নাম লেখালেন
আসন্ন পাকিস্তান সুপার লিগে নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এই লিগের জন্য মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। পিএসএলের খেলোয়াড় নিবন্ধন চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
আইপিএলে নাটকীয়ভাবে দল ছাড়ার পর মোস্তাফিজের পিএসএলে নাম লেখানো নিয়ে আলোচনা বেড়েছে। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। পরে ভারতের কিছু চরমপন্থী গোষ্ঠীর চাপের মধ্যে বিসিসিআই কেকেআরকে তাকে ছাড়তে নির্দেশ দেয়। এরপরই বিষয়টি বিশ্ব ক্রিকেটে বড় আলোচনায় আসে।