আর্কাইভ
লগইন
হোম
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
দ্য নিউজ ডেস্ক
August 27, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
লিভারপুলের সাবেক কোচ ম্যাট বিয়ার্ড মারা গেছেন
লিভারপুলের সাবেক কোচ ম্যাট বিয়ার্ড মারা গেছেন
12 ঘন্টা আগে
ইংল্যান্ডের নারী ফুটবলে সফল এক নাম, সাবেক লিভারপুল ম্যানেজার ম্যাট বিয়ার্ড আর নেই। মাত্র ৪৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে লিভারপুল উইমেনস সুপার লিগ (ডব্লিউএসএল) ক্লাব। বিয়ার্ড লিভারপুলকে পরপর দুইবার (২০১৩ ও ২০১৪ সালে) উইমেনস সুপার লিগ শিরোপা জিতিয়েছিলেন। বিগত ২০২১ সালে তিনি দ্বিতীয়বারের মতো দলে ফিরে আসেন এবং লিভারপুলকে আবারও শীর্ষ লিগে উন্নীত করেন। শীর্ষ লিগে ফেরার পর লিভারপুলকে সপ্তম স্থানে তুলেছিলেন এই ইংলিশ কোচ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার নেতৃত্বেই লিভারপুল প্রথমবারের মতো নারী উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশ নেয়।
ফুটসাল এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক পাবনার রাহবার খান
ফুটসাল এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক পাবনার রাহবার খান
1 দিন আগে
বাংলাদেশ ফুটসাল দলের নেতৃত্বে নতুন ইতিহাস লিখছেন- পাবনার কৃতি সন্তান রাহবার খান। বিশিষ্ট রাজনীতিক ও শিল্পপতি মরহুম আকরাম আলী খান (সন্জু খান) এর বড় ছেলে রাহবার দেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন। এএফসি ফুটসাল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ২০২৬-এ খেলা অনুষ্ঠিত হচ্ছে মালেশিয়ার কুয়ান্টানে। জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটসালে নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে আসা রাহবার খান স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পর অধিনায়কত্ব পান। এতে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে। তারা বলছেন, রাহবার শুধু পাবনার নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তার হাত ধরে ফুটসাল খেলায় নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।
ক্রিকেটে পুরুষ দলের নির্বাচক শান্ত, নারী দলের দায়িত্বে সালমা ইসলাম
ক্রিকেটে পুরুষ দলের নির্বাচক শান্ত, নারী দলের দায়িত্বে সালমা ইসলাম
1 দিন আগে
এবার বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেলে একসঙ্গে যুক্ত হলেন দুই সাবেক তারকা ক্রিকেটার। পুরুষ জাতীয় দলের তৃতীয় নির্বাচক হয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। অন্যদিকে, নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সালমা খাতুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে এখন থেকে জাতীয় দলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হাসিবুল হোসেন শান্ত। নব্বইয়ের দশকে বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। অভিজ্ঞ সেই ক্রিকেটার এবার ভিন্ন ভূমিকায় অবদান রাখতে যাচ্ছেন।