২০ বছরের বামপন্থি শাসনের অবসান হলো বলিভিয়ায়
ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ার জনগণ মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) রদ্রিগো পাজকে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। যার ফলে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের প্রায় ২০ বছরের শাসনের অবসান ঘটেছে।
দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) অনুসারে, ৯৭ শতাংশ ভোট গণনার পর, গতকাল রোববারের (১৯ অক্টোবর) দ্বিতীয় দফা নির্বাচনে পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন, যা ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ "টুটো" কুইরোগার ৪৫.৪ শতাংশ ভোটের চেয়ে অনেক এগিয়ে। নতুন প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগো পাজ আগামী ০৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন।