আর্কাইভ
লগইন
হোম
সান্তোস
‘নেইমারের প্রকল্প ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত’: সান্তোস প্রেসিডেন্ট
অন্তঃত আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত নেইমারকে সান্তোসে রাখতে চান ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো পিরিলো তেক্সেইরা। তবে তিনি স্বীকার করেছেন, চুক্তি নবায়নের বিষয়টি নির্ভর করছে আর্থিক সক্ষমতার ওপর। ব্রাজিলিয়ান সুপারস্টার বর্তমানে লিগের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের একজন। তার বর্তমান চুক্তি শেষ হবে ডিসেম্বরেই। এরপর তিনি অন্য ক্লাবের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পাবেন। ইতোমধ্যে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি তার সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে, যেখানে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে তার পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হয়েছে।
2025-11-04
‘আমি হৃদয়ের কথা শুনেছি’: সান্তোসে চুক্তি নবায়নের পর বলেন নেইমার
‘আমি হৃদয়ের কথা শুনেছি’: সান্তোসে চুক্তি নবায়নের পর বলেন নেইমার
2025-06-25
নেইমার নিজ দেশ ব্রাজিলেই থেকে যাচ্ছেন। সপ্তাহজুড়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসেই থাকছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই বছর অর্থ্যাৎ ২০২৫ সালের জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। সেই চুক্তি অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। তবে ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরার সঙ্গে নেইমারের বাবার বৈঠকের পর নতুন করে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। চ্যাম্পিয়ন্স লিগ খেলা কয়েকটি ইউরোপিয়ান ক্লাব নেইমারকে ফেরানোর চেষ্টা করছিল বলেও গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত ‘হৃদয়ের ডাকে সাড়া’ দিয়ে নিজের দেশেই থাকার সিদ্ধান্ত নেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।