আর্কাইভ
লগইন
হোম
তারকা
পাঞ্জাবের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ খান
সম্প্রতি ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। সেখানকার কৃষকরা শুধু ফসল হারাননি, চাষজমিও সব তলিয়ে গেছে। মিলছে না পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারা। এক্ষেত্রে পিছিয়ে নেই বলিউড বাদশাহ শাহরুখ খানও। তার সংগঠন মীর ফাউন্ডেশন রাজ্যটির অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুর জেলা থেকে প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে দত্তক নিয়েছে। তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার ঘোষণা দিয়েছে। মীর ফাউন্ডেশন স্থানীয় এনজিও ভয়েস অব অমৃতসরের সহযোগিতায় বন্যাদুর্গত পরিবারগুলোর মধ্যে ওষুধ, স্যানিটেশন সরঞ্জাম, খাদ্যসামগ্রী, মশারি, ত্রিপল, বিছানাসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কাজ শুরু করে দিয়েছে।
2 দিন আগে
মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? : বাঁধন
মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? : বাঁধন
2025-07-12
ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহাগ (৩৯) নৃশংস হত্যার ঘটনায় দেশ জুড়ে চলছে প্রতিবাদ। এ ঘটনা নাড়া দিয়েছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদেরও। ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কণ্ঠেও ফুটে উঠল তীব্র প্রতিবাদ ও হতাশা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ অভিনেত্রী এই ক্ষোভ জানান। বাঁধনের পোস্টে লিখেন, ‘এটা এক ধরনের মর্মান্তিক ছবি। কারো হত্যা হতে দেখা, যেখানে বাকি সবাই দাঁড়িয়ে দেখছে। কিছুই করছে না। এটা কীভাবে সম্ভব? কী ধরনের দেশে আমরা বেঁচে আছি? মানুষ দাঁড়িয়ে দেখল। কিন্তু কেউ এগিয়ে গেল না। কতটা ভয়াবহ?’ অভিনেত্রী বলার ভাষা হারিয়ে ফেলেছেন জানিয়ে লিখেন, ‘আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কি আর কেউ অনুভব করছেন? মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? আর সরকার? সবসময়কার মতোই নিশ্চুপ। তারা কোথায়? কথা বলে না কেন? কিছু করে না কেন?’
বেলজিয়াম মাতাবেন আমাদের যেসব তারকারা
বেলজিয়াম মাতাবেন আমাদের যেসব তারকারা
2025-05-19
বাংলাদেশের জনপ্রিয় সব তারকারা বেলজিয়াম মাতাতে যাচ্ছেন। বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের আয়োজনে ২৯ মে হতে যাচ্ছে ‘বৈশাখী মেগা কনসার্ট-১৪৩২’। কনসার্টটি অনুষ্ঠিত হবে লিয়েজ শহরের বিখ্যাত সাংস্কৃতিক মিলনায়তন থিয়েটার জর্জেস ট্রুফট জিতে। আর বাংলাদেশ থেকে সংগীতশিল্পীদের মধ্যে এ আয়োজনে মাতাবেন- সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন- চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও অভিনেত্রী স্বর্ণলতা। এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। মিউজিশিয়ানদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন- মিঠু চৌধুরী, রাজীব আহমেদ ও সেলিম উজ্জামান। উৎসবে আরও থাকছে- বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান, কবিতা ও নাট্যাংশ। অনুষ্ঠানটিতে প্রবেশ একেবারেই উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে।