ক্রিকেটে পুরুষ দলের নির্বাচক শান্ত, নারী দলের দায়িত্বে সালমা ইসলাম
এবার বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেলে একসঙ্গে যুক্ত হলেন দুই সাবেক তারকা ক্রিকেটার। পুরুষ জাতীয় দলের তৃতীয় নির্বাচক হয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত।
অন্যদিকে, নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সালমা খাতুন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে এখন থেকে জাতীয় দলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হাসিবুল হোসেন শান্ত। নব্বইয়ের দশকে বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। অভিজ্ঞ সেই ক্রিকেটার এবার ভিন্ন ভূমিকায় অবদান রাখতে যাচ্ছেন।