কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি ব্রাজিলের নেইমারের। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে কঠোর অনুশীলনের ছবি দিয়ে জানিয়ে দিলেন নিজের মনের কথা।
৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সর্বশেষ ঘোষিত স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। ব্যাখ্যা দিয়েছেন, নেইমারের ছোটখাটো সমস্যা আছে, সেটি কাটিয়ে ওঠার পরই তিনি ফিরতে পারবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা ভিন্ন সুর শোনালেন সাবেক পিএসজি তারকা। জিমে কেটলবেল হাতে ছবি পোস্ট করে লিখলেন, ‘সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা আর লক্ষ্য পূরণের চেষ্টায়। লক্ষ্য পূরণ না হলেও যারা চেষ্টা করে আর বাধা অতিক্রম করে, তারা অন্তত প্রশংসনীয় কিছু হলেও অর্জন করে।’