আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী মালয়েশিয়ায় আটক
বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী মালয়েশিয়ায় আটক
দ্য নিউজ ডেস্ক
July 17, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
থাই দূতাবাস ভিসা নিয়ে প্রতারণা-জালিয়াতির বিষয়ে সতর্ক করলো
থাই দূতাবাস ভিসা নিয়ে প্রতারণা-জালিয়াতির বিষয়ে সতর্ক করলো
2 ঘন্টা আগে
থাইল্যান্ডের ভিসা নিয়ে প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে সতর্ক করেছে ঢাকা দেশটির দূতাবাস। ভিসা প্রার্থীকে নিজেই আবেদনের পরামর্শও দিয়েছে দেশটি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি কর্তৃক পরিচালিত সাম্প্রতিক সময়ে প্রতারণা এবং জালিয়াতিমূলক কার্যকলাপ সম্পর্কে এ দেশের জনসাধারণকে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রদান করতে চায়। আমরা দেখতে পেয়েছি যে, কিছু ট্রাভেল এজেন্সি বাংলাদেশি আবেদনকারীদের থেকে থাই ভিসা আবেদনের জন্য উচ্চ সার্ভিস চার্জ নিচ্ছে। কিন্তু এজেন্সিগুলো থাই ই-ভিসা সিস্টেমের মাধ্যমে সঠিকভাবে আবেদন এবং পেমেন্ট সম্পন্ন না করে নিচের প্রতারণামূলক কাজগুলো করছে:
সাকিবদের বিদায় দিয়ে ফাইনালে যাদের পেল রংপুর রাইডার্স
সাকিবদের বিদায় দিয়ে ফাইনালে যাদের পেল রংপুর রাইডার্স
8 ঘন্টা আগে
লিগ পর্বে আরও একটি ম্যাচ বাকি আছে। তার আগেই রংপুর রাইডার্স নিশ্চিত করে বসেছে গ্লোবাল সুপার লিগের ফাইনাল। গতকাল বুধবার (১৬ জুলাই) সাকিব আল হাসানদের দল দুবাই ক্যাপিটালসকে বিদায় করে দেন রংপুর রাইডার্স। তাতেই নিশ্চিত হয় টানা দ্বিতীয়বার শিরোপার মঞ্চে ওঠার সুযোগ। গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে রাইডার্সরা ৫ উইকেটে জমা করে ১৫৮ রান। লক্ষ্য তাড়ায় ম্যাচটি জমিয়ে নেয় দুবাই। তবে শেষ হাসি হাসে নুরুলদের দল। দিনের অন্য খেলায় হোবার্ট হ্যারিকেন্সকে বিদায় করে ফাইনালে ওঠে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। আগামিকাল শুক্রবার (১৮ জুলাই) শিরোপা ফয়সালার ম্যাচ। তার আগে আজ রাতে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে নামবে সোহানরা। গতকাল ফাইনাল নিশ্চিতের পর দলের অধিনায়ক সোহান উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সতীর্থদের, ‘এটা আমাদের জন্য খুশির দিন। ফাইনালে উঠলে অবশ্যই বাড়তি প্রেরণা পাবেন। যেটা আগেও বলেছি, রংপুর এমন একটি দল যেটা সবদিক কাভার করেছে। উপর থেকে মাঝ পর্যন্ত, মাঝ থেকে নিচ পর্যন্ত, এমনকি বোলিংয়েও আমাদের দলে অনেক বৈচিত্র্য আছে।’
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
1 দিন আগে
আজ বুধবার (১৬ জুলাই) সকালে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছেন। অধিনায়ক সালমান আলি আগা ছাড়াও ছিলেন ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ ও ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ। করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। দলের বাকি সদস্যদের বিকেলে যোগ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট শ্রদ্ধার কথা বলেন পাকিস্তান অধিনায়ক সালমান। তার ভাষ্য, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো খেলে, নিজেদের মাঠে তো আরও ভয়ংকর। তাদের হোম রেকর্ড ঘাটলেই বোঝা যায়, কত বড় বড় দল এখানে হোঁচট খেয়েছে। আমরা জানি, কাজটা সহজ হবে না। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি।’
বাংলাদেশিসহ ৪৯৪ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
বাংলাদেশিসহ ৪৯৪ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
1 দিন আগে
বাংলাদেশিসহ ৪৯৪ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার সেরিকামবাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টায় সমন্বিত অভিযানটি মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিম) সেলাঙ্গর কুয়ালালামপুর জিম, জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ), সুবাং জায়া সিটি কাউন্সিল (এমবিএসজে), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট  জেপিএন) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) এর সহযোগিতায় পরিচালনা করে। ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেছেন, অভিযানের সময় মোট ৭৪১ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে এর মধ্যে কোনো পরিচয়পত্র না থাকা, পাশের শর্ত লঙ্ঘন করা, ওভারটাইম থাকা, অচেনা কার্ডধারী এবং অন্যান্য অপরাধে ৩৫৭ জন পুরুষ, ১০৭ জন মহিলা এবং ৩২ জন শিশুসহ ৪৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।