আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়া
মালয়েশিয়ায় প্রবাসী ভোটার নিবন্ধন ৫০ হাজার ছাড়ালো
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা। দীর্ঘদিন প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকার সুযোগ এবার বাস্তব রূপ পেয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে। এই সুযোগকে ঘিরে মালয়েশিয়ায় কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। সর্বশেষ তথ্যমতে, মালয়েশিয়া থেকে ৫০,৪৩০ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। দিনমজুর থেকে শুরু করে নির্মাণশ্রমিক, কারখানাকর্মী ও পেশাজীবী-সব শ্রেণির প্রবাসীদের মাঝেই নিবন্ধনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
21 ঘন্টা আগে
নারী ফুটবল র‌্যাংকিংয়ে ৮ ধাপ পেছালো বাংলাদেশ
নারী ফুটবল র‌্যাংকিংয়ে ৮ ধাপ পেছালো বাংলাদেশ
2025-12-11
এবার বাংলাদেশ নারী ফুটবল দলের র‌্যাংকিংয়ে বড় অবনমন ঘটেছে ফিফার সর্বশেষ হালনাগাদে। মাত্র ৪ মাস আগেই ইতিহাস গড়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছিল মেয়েরা। কিন্তু আজ প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ে বাংলাদেশ নেমে গেছে ১১২ নম্বরে, অর্থাৎ পিছিয়েছে ৮ ধাপ। এই অবনমন খুব একটা অপ্রত্যাশিত ছিল না। দুইটি ফিফা উইন্ডোতে ৪টি ম্যাচ খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। অক্টোবরে থাইল্যান্ড সফরে প্রথম ম্যাচে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলে বড় হারের প্রতিফলন পড়ে র‌্যাংকিংয়ে। নভেম্বরে ঘরের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও জয়ের দেখা পায়নি দল। মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের বিপক্ষে লড়াই করেও ২-১ গোলে হারায় মোট ১২ রেটিং পয়েন্ট খুইয়েছে লাল-সবুজের দল।