৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত অভিযানে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৩,৬৭৮টি অভিযানে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। তল্লাশিকৃতদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী ৫,২৯৪ জনও ছিলেন।
তিনি জানান, অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০,৪৭২ জন।
এছাড়া দেশের প্রধান প্রবেশপথ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হস্তান্তরের পর আরও ৪১,৩৫৭ জনকে আটক করা হয়।