আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়া
বান্দরবান: প্রকৃতির এক পর্যটন স্বর্গভূমি
বান্দরবান বাংলাদেশের একটি পার্বত্য জেলা। যার সৌন্দর্য ছড়িয়ে আছে প্রকৃতির পরতে পরতে। প্রকৃতিপ্রেমী যারা আছেন তাদের কাছে এই জেলার সৌন্দর্য যেন স্বর্গীয় অনুভূতির মিশেলে মিশ্রিত। সময়-সুযোগ পেলে ঘুরে আসুন, উপভোগ করুন দেশের সৌন্দর্যকে। পুরো বান্দরবান জেলাটাই একটা টুরিস্ট স্পট, প্রকৃতির অপার সৌন্দর্যের ভ্রমণভূমি। যেখানে প্রকৃতি কথা বলে পাহাড়ে পাহাড়ে। পাহাড়, নদী আর ঝরনার দেশ বলে পরিচিত কিংবা প্রকৃতির আচলে মোড়া পর্যটন স্বপ্নভূমি।
1 দিন আগে
আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় ডোনাল্ড ট্রাম্প
আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় ডোনাল্ড ট্রাম্প
2025-10-26
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আকাশে রোববার (২৬ অক্টোবর) সকালেই নেমেছে বিশ্ব রাজনীতির ভারি পদচারণা। চলতি বছরের সবচেয়ে আলোচিত কূটনৈতিক আয়োজন-৪৭তম আসিয়ান সম্মেলনে অংশ নিতে আজ রোববার সকালেই মালয়েশিয়ায় অবতরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক দশক পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের মালয়েশিয়া সফর, আর ট্রাম্পের নিজেরও প্রথম আনুষ্ঠানিক আগমন এই দেশে। সকাল ১০টার দিকে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান নেমে আসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া কমপ্লেক্সে। রানওয়েতে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক মালয়েশিয়ায়
বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক মালয়েশিয়ায়
2025-10-13
জোহর রাজ্যে অবৈধভাবে কর্মরত ৬২ বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গত শনিবার (১১ অক্টোবর) রাতে জোহর ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত ‘অপস সেলারা’ অভিযানে তাদের আটক করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের ২টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বৈধ অনুমতি ছাড়া বিদেশি শ্রমিকদের কাজ করার অভিযোগ পাওয়া যায়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিটের পাশাপাশি মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সি (এবিকেসএ)-এর সুলতান ইস্কান্দার ভবনের একটি দল অংশ নেয়।