আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়া
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং ও কাজাংয়ের ব্যস্ত সড়ক এবং বাজার এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে অনেক অবৈধ অভিবাসী আটক হয়েছে। এই সময় অনেকে ধরাপড়া এড়াতে জীবন ঝুঁকির মধ্যে ফেলে কেউ কেউ সড়কের মাঝখানে দৌড়ে পালানোর চেষ্টা করেন। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা'বান জানান, গত রোববার (০৫ অক্টোবর) বিকেলে জিম-এর বিশেষ টাস্কফোর্সের পরিচালিত ২ অভিযানে মোট ৯৭ অভিবাসীকে আটক হয়। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন। পরিচালক বলেন, জিম পুত্রজায়া ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারে গোপন অভিযান চালায়। এসব এলাকায় বহুদিন ধরে অভিযোগ ছিল, বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে অবৈধ অভিবাসীরা অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে বসবাস করছে।
1 দিন আগে
প্রবাসে ভোটের হাওয়া: কে এগিয়ে বিএনপি না জামায়াত?
প্রবাসে ভোটের হাওয়া: কে এগিয়ে বিএনপি না জামায়াত?
2025-09-24
২০২৬ সালে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মালয়েশিয়ায় দেশীয় রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রভাব বিস্তার ও পোস্টাল ভোটে শক্ত অবস্থান নিশ্চিত করতে মালয়েশিয়া বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার তৎপরতা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের সক্রিয় ভূমিকার পর প্রবাসেও সাংগঠনিক দক্ষতা ও সুশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছে জামায়াত। আদর্শভিত্তিক কার্যক্রম, জবাবদিহিমূলক রাজনীতি এবং কর্মীদের একনিষ্ঠ অংশগ্রহণ সংগঠনটিকে মালয়েশিয়ায়ও শক্ত অবস্থানে রেখেছে বলে দাবি করছেন দলটির নেতারা। অন্যদিকে, একসময় প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী সংগঠন ছিল মালয়েশিয়া বিএনপি। ৯০ দশকে শুরু হওয়া এই সংগঠনটি বর্তমানে বিভক্ত একাধিক গ্রুপে। দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্ব সংকট এবং এমপিমুখী রাজনীতি সাংগঠনিক তৎপরতায় স্থবিরতা তৈরি করেছে।
প্রথমার্ধে সমতা ছিল, তারপরও হারলো বাংলাদেশ
প্রথমার্ধে সমতা ছিল, তারপরও হারলো বাংলাদেশ
2025-09-24
এশিয়ান ফুটসাল বাছাই টুর্নামেন্টে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাত ৮-২ গোলের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল। ফুটসালে দুই অর্ধে ২০ মিনিট করে ম্যাচ হয়। ১১ মিনিটে আরব আমিরাত ম্যাচে লিড নেয়। পরের মিনিটে বাংলাদেশের মোস্তফা চৌধুরী গোল করে সমতা আনেন। এরপরের মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আলী ইব্রাহিম মোহাম্মদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফুটসালে লাল কার্ডে ২ মিনিট মাঠের বাইরে থাকেন খেলোয়াড়। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আমিরাত ৭ গোল করে। এর বিপরীতে বাংলাদেশের মোস্তফা এক গোল পরিশোধ করেন। ফলে ৮-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।