আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়া
মালয়েশিয়ায় পিকআপ উল্টে ২ প্রবাসী বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে রোমপিনের কামপুং পেরভিরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কে পিকআপ উলটে এই দুর্ঘটনা ঘটে। এনএসটি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতরা হলেন- মো. কাদের (৩৪) ও মো. দালিম (৩০)। তারা দুইজনই তেলপাম বাগানের শ্রমিক ছিলেন। পিকআপের পেছনে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন।
2 দিন আগে
কুয়ালালামপুরে ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অভিবাসী আটক
2026-01-01
পৃথক অভিযানে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ মোট ১৬৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। কুয়ালালামপুরের পান্তাই ডালাম ও বুকিত বিনতাং এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন সূত্র জানায়, কুয়ালালামপুরের পান্তাই ডালামের একটি আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে শৃঙ্খলাবহির্ভূত আচরণ নিয়ে বাসিন্দাদের অভিযোগের পর অভিযান চালিয়ে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, জনসাধারণের অভিযোগ ও টানা দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
মালয়েশিয়ায় প্রবাসী ভোটার নিবন্ধন ৫০ হাজার ছাড়ালো
মালয়েশিয়ায় প্রবাসী ভোটার নিবন্ধন ৫০ হাজার ছাড়ালো
2025-12-29
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা। দীর্ঘদিন প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকার সুযোগ এবার বাস্তব রূপ পেয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে। এই সুযোগকে ঘিরে মালয়েশিয়ায় কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। সর্বশেষ তথ্যমতে, মালয়েশিয়া থেকে ৫০,৪৩০ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। দিনমজুর থেকে শুরু করে নির্মাণশ্রমিক, কারখানাকর্মী ও পেশাজীবী-সব শ্রেণির প্রবাসীদের মাঝেই নিবন্ধনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
 ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
2025-12-28
চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত অভিযানে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৩,৬৭৮টি অভিযানে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। তল্লাশিকৃতদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী ৫,২৯৪ জনও ছিলেন। তিনি জানান, অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০,৪৭২ জন। এছাড়া দেশের প্রধান প্রবেশপথ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হস্তান্তরের পর আরও ৪১,৩৫৭ জনকে আটক করা হয়।