আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়া
ওয়াস্ট কেয়ার ফান্ড: সম্মাননা পেলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নাসিম মিয়া
বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটরদের সম্মান জানাতে প্রতিষ্ঠিত ওয়াস্ট কেয়ার ফান্ডের আওতায় এবার সম্মাননা পেয়েছেন ওয়ার্ডপ্রেস কোর কন্ট্রিবিউটর, প্লাগইন ও থিম ডেভেলপার মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নাসিম মিয়া। সম্মানসূচক এই ফান্ডের আওতায় তিনি ১৩তম বাংলাদেশি হিসাবে নির্বাচিত হয়েছেন। কমিউনিটি অ্যাপ্রিসিয়েশন রিয়ার্ডস হিসেবে পরিচিত ওয়াস্ট কেয়ার বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস সম্প্রদায়ে স্বেচ্ছাসেবী অবদানের জন্য স্বীকৃতি দিয়ে থাকে। নাসিম মিয়া এই সম্মাননার অংশ হিসেবে পেয়েছেন ৫০০ ইউরো সম্মানী, ডিজিটাল সার্টিফিকেট ওয়াস্ট ব্যাজ। এটা বিশ্বজুড়ে তার অবদানকে তুলে ধরে।
9 ঘন্টা আগে
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার
2025-06-22
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, ইসরাইলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল করার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে। অবিলম্বে এ ধরনের উসকানি বন্ধের আহ্বান জানান তিনি। কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে শান্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার সময় ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশি বকেয়া মজুরি পাচ্ছেন
মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশি বকেয়া মজুরি পাচ্ছেন
2025-06-21
বাংলাদেশি ৭৪ শ্রমিক মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন। নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া মজুরি ও তাদের কর্মসংস্থান চুক্তির লঙ্ঘনের কারণে ১.৫৪ মিলিয়ন রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) পাচ্ছেন তারা। কুয়ালালামপুরের শ্রম অফিস মেরান্তি বিনামাস এসডিএন বিএইচডি নামক প্রতিষ্ঠানকে বাংলাদেশি শ্রমিকদের অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটি নিয়ে শ্রমিকরা অভিবাসী অধিকার গোষ্ঠী তেনাগানিতার মাধ্যমে অভিযোগ করেছিলেন। এক বিবৃতিতে তেনাগানিতার কর্মকর্তা আব্দুল আজিজ ইসমাইল বলেন, এটি অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে একটি বড় জয়।
মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান : ১২ বাংলাদেশিসহ ৯৯ জন আটক
মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান : ১২ বাংলাদেশিসহ ৯৯ জন আটক
2025-06-16
মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ৬টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে গ্রাহকসেবা প্রদানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট ৮৫ জন বিদেশি নারীকে আটক করেছে। এছাড়াও আটক করা হয়েছে ১২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন বিদেশি পুরুষ কর্মীকেও। গতকাল রোববার (১৫ জুন) পাহাং জেআইএম পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানান, শনিবার (১৪ জুন) রাত ১টার দিকে কুয়ানতানের কাছে জালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৯৯ জন বিদেশির মধ্যে ৮১ জন থাই, বাংলাদেশি ১২, লাওটিয়ান ৪, ইয়েমেনি ১ এবং চীনা ১ একজন।