ইউটিউবে ভিউ বাড়াতে এসেছে নতুন ফিচার
কারো মন ভালো থাকুক কিংবা খারাপ তাতে কোনো সমস্যা নেই, যদি সঙ্গে থাকে একটি মোবাইল আর সাথে থাকে ইউটিউব। এটি এখন আপনার প্রতিদিনের নিত্যসঙ্গী। আর সে কারণে বিশ্বজুড়ে এর জনপ্রিয়তাও তুঙ্গে। আপনি মন খারাপ হলেই ঢুকে পড়েন ইউটিউবে। এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে যখন খুশি গান শুনতে পারেন, আবার যখন খুশি দেখতে পারেন সিনেমাও। এমনকি পড়ালেখার প্রয়োজনীয় টিউটোরিয়ালও অনায়াসে অধ্যবসায় করতে পারেন। আবার বিভিন্ন ধরনের গাছে ভালো ফলন কীভাবে আসবে সেই পরামর্শও পেতে পারেন।