আর্কাইভ
লগইন
হোম
ইন্দোনেশিয়া
মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপ, বাংলাদেশিসহ গ্রেফতার ১৩৯
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৩টি সন্দেহজনক ব্যবসা প্রতিষ্ঠান ও পতিতালয়ে ইমিগ্রেশনের অভিযানে ১৩৯ অভিবাসীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওথমান জানান, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই অভিযান চলে রাজধানীর বিদেশি উপস্থিতি বেশি এমন এলাকা- জালান পেতালিং, জালান ইমবি ও জালান পুডুতে। অভিযানে মোট ২০৫ জনকে যাচাই–বাছাই করা হয় এবং এর মধ্যে ১৩৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ১১২ জন নারী।
4 দিন আগে
ভ্রমণকারীদের অবস্থান সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন ঘোষণা
ভ্রমণকারীদের অবস্থান সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন ঘোষণা
2025-09-07
১ থেকে ৩০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত। ৩১ থেকে ৬০ দিন পর্যন্ত অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে ১,০০০ রিঙ্গিত জরিমানা। ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত অবস্থান করলে ২ হাজার রিঙ্গিত জরিমানা। ৯০ দিনের বেশি অবস্থান করলে তদন্তপত্র খোলা হবে। মন্ত্রী জানান, এই পদক্ষেপে বিচারের সময়কাল ১৪ দিন থেকে কমে মাত্র একদিনে নামিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে অভিবাসন ডিপোতে ভিড়ও কমবে। তবে দুর্ঘটনা, বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগের মতো যুক্তিসঙ্গত কারণে দেশে ফিরতে না পারা ব্যক্তিদের জন্য শিথিলতার সুযোগ রাখা হয়েছে।