আর্কাইভ
লগইন
হোম
আফগানিস্তান
বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আফগানিস্তানও আসছে না
আগামী ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। একই ভেন্যুতে মিয়ানমারের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে আফগানিস্তানও ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে আগামী ১৩ নভেম্বর নির্ধারিত প্রীতি ম্যাচটিও বাতিল হয়ে গেছে। তবে বিকল্প প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্ধারিত তারিখেই নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
12 ঘন্টা আগে
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
2025-10-11
বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু হলো চ্যাটজিপিটির নতুন ও সাশ্রয়ী সংস্করণ ‘চ্যাটজিপিটি গো’। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে। ওপেনএআইয়ের প্রধান নিক টার্লে জানান, “ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান—‘চ্যাটজিপিটি গো’ সেই প্রয়োজন পূরণ করবে।” এর পূর্বে চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টার্লে ইঙ্গিত দিয়েছিলেন, ‘চ্যাটজিপিটিকে আরও সহজলভ্য ও বাজেট–বান্ধব করার উদ্যোগ চলছে।’
শারজাহ টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
শারজাহ টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
2025-10-06
আফগানদের বিপক্ষে টানা তৃতীয় জয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করলো বাংলাদেশ। শারজাহতে অনুষ্ঠিত সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটে-বলে দাপুটে নৈপুণ্যে ৬ উইকেটের জয় তুলে নেয় জাকের আলীর দল। পুরো সিরিজ জুড়েই আধিপত্য দেখানো বাংলাদেশ শেষ ম্যাচেও আফগানদের কোনো সুযোগ দেয়নি। লক্ষ্য ছিল ১৪৪ রানের। তাড়া করতে নেমে শুরুটা সাবধানী হলেও, শেষটা রীতিমতো বিস্ফোরক করেন সাইফ হাসান। তিনি খেলেন ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস, যেখানে ছিল ৭টি দৃষ্টিনন্দন ছক্কা। শেষদিকে একার ঝড়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন এই ডানহাতি ব্যাটার।
যতবার ম্যাচসেরা হবো, ততবারই সব অর্থ বিতরণ করবো: শরিফুল
যতবার ম্যাচসেরা হবো, ততবারই সব অর্থ বিতরণ করবো: শরিফুল
2025-10-04
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেন টাইগাররা। আর এই ম্যাচে পেসার শরিফুল ইসলাম ম্যাচসেরা হয়ে নিজেকে প্রমাণ দিলেন তিনি কেন সেরা। প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই তিনি জাত চেনালেন। ব্যাটে-বল অবদান রেখে হলেন ম্যাচসেরা। শেষ ম্যাচটি আগামিকাল রোববার (০৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম। ৫৪ ম্যাচের ক্যারিয়ারে এর আগে সিরিজ সেরা হলেও এবারই প্রথম হয়েছেন ম্যাচসেরা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করা শরিফুল ম্যাচসেরা হওয়ায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। তিনি জিতেছেন ৫০ হাজার আফগানি পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা। পুরস্কারের এই অর্থ নিজের এলাকার অসহায় মানুষকে দান করার সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার।