আর্কাইভ
লগইন
হোম
ভারত
পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত
কাশ্মীর হামলার জেরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত। গতকাল বুধবার (৩০ এপ্রিল) এক সরকারি নোটিশে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের দাবি—এই হামলার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে। ঐ হামলায় বেশ কয়েকজন বিদেশি পর্যটক আহত হন।
3 দিন আগে
ভারত ছাড়ার নির্দেশ পাকিস্তানিদের, আতঙ্কে হিন্দু শরণার্থীরা
ভারত ছাড়ার নির্দেশ পাকিস্তানিদের, আতঙ্কে হিন্দু শরণার্থীরা
2025-04-26
কাশ্মীরে পেহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত থেকে চলে যাওয়ার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা দ্রুত এগিয়ে আসছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ভারতে বসবাসরত পাকিস্তানি হিন্দু শরণার্থীরা। পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি তাদের আরও চিন্তিত করে তুলেছে। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়েছিল ভারত, যা শেষ হচ্ছে ২৭ এপ্রিল। তবে পাকিস্তানের হিন্দু নাগরিকদের যারা ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী ভিসা পেয়েছেন, তাদের ওপর এই নির্দেশনার কোনো প্রভাব পড়বে না। তবে স্বল্পমেয়াদী ভিসাধারীদের জন্য কোনো ছাড় দেওয়া হয়নি।
ভারতের সাথে বাণিজ্য ও আকাশপথ বন্ধ করে দিল পাকিস্তান
ভারতের সাথে বাণিজ্য ও আকাশপথ বন্ধ করে দিল পাকিস্তান
2025-04-24
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত এই হামলার জন্য এককভাবে পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে বাণিজ্য স্থগিত, কূটনৈতিক সম্পর্ক এবং আকাশসীমা বন্ধসহ একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধানসহ দেশের শীর্ষ নিরাপত্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। খবর ডনের ।