আর্কাইভ
লগইন
হোম
মিয়ানমার
বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আফগানিস্তানও আসছে না
আগামী ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। একই ভেন্যুতে মিয়ানমারের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে আফগানিস্তানও ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে আগামী ১৩ নভেম্বর নির্ধারিত প্রীতি ম্যাচটিও বাতিল হয়ে গেছে। তবে বিকল্প প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্ধারিত তারিখেই নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
1 দিন আগে
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিলম্ব: বাফুফে এএফসির জরিমানার মুখে পড়লো
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিলম্ব: বাফুফে এএফসির জরিমানার মুখে পড়লো
2025-07-21
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ১০ জুনের হাইভোল্টেজ ম্যাচে সময়মতো দ্বিতীয়ার্ধ শুরু না হওয়ায় জরিমানার মুখে পড়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যা ছিল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অংশ। এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে দুই মিনিট দেরি হয় বাফুফের প্রতিনিধি দলের অসাবধানতার কারণে। এই ঘটনায় ফেডারেশনকে ১,৫০০ মার্কিন ডলার (প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা) জরিমানা গুনতে হবে।