আর্কাইভ
লগইন
হোম
মিয়ানমার
ভ্রমণকারীদের অবস্থান সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন ঘোষণা
১ থেকে ৩০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত। ৩১ থেকে ৬০ দিন পর্যন্ত অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে ১,০০০ রিঙ্গিত জরিমানা। ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত অবস্থান করলে ২ হাজার রিঙ্গিত জরিমানা। ৯০ দিনের বেশি অবস্থান করলে তদন্তপত্র খোলা হবে। মন্ত্রী জানান, এই পদক্ষেপে বিচারের সময়কাল ১৪ দিন থেকে কমে মাত্র একদিনে নামিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে অভিবাসন ডিপোতে ভিড়ও কমবে। তবে দুর্ঘটনা, বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগের মতো যুক্তিসঙ্গত কারণে দেশে ফিরতে না পারা ব্যক্তিদের জন্য শিথিলতার সুযোগ রাখা হয়েছে।
23 ঘন্টা আগে
বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশ
বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশ
2025-06-30
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই নিজের জাত চেনাল বাংলাদেশ নারী ফুটবল দল। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে জিতে দুর্দান্ত শুরু করেছে তারা। অচেনা প্রতিপক্ষ, ভিন্ন অবস্থা, সব মিলিয়ে কিছুটা চাপেই ছিল বাংলাদেশ। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য দেখায় লাল-সবুজের মেয়েরা। মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে ১০ম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে আসা লম্বা বল ধরে অফসাইড ফাঁদ ভেঙে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যান শামসুন্নাহার জুনিয়র। এগিয়ে আসা বাহরাইনের গোলরক্ষককে বাম পায়ের চিপ শটে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার
2025-06-22
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, ইসরাইলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল করার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে। অবিলম্বে এ ধরনের উসকানি বন্ধের আহ্বান জানান তিনি। কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে শান্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার সময় ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।