আর্কাইভ
লগইন
হোম
মিয়ানমার
বাংলাদেশের মেয়েরা ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূলপর্বে
ফুটবলের ইতিহাসে বাংলাদেশ নারী ফুটবল দল লিখলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে ঋতুপর্ণা-আফঈদারা। এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে নিজেদের কাজটা দারুণভাবে সেরে রেখেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই তারা হারিয়েছে দুই শক্তিশালী প্রতিপক্ষ—ফিফা র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে, আর ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মায়ানমারকে ২-০ গোলে।
2 দিন আগে
বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল
বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল
2025-04-04
আগামী ২ বছরের জন্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ। এসময় আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ সরকার প্রধান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (০৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক নেতাদের সঙ্গে যোগ দেন।  বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানরা সর্বসম্মতি ক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন, যা একটি কৌশলগত রোডম্যাপ। এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ২ হাজার ছাড়াল
ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ২ হাজার ছাড়াল
2025-03-31
গত শুক্রবারে (২৮ মার্চ) মিয়ানমারে অনুভূত ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৩,৪০০ জনের বেশি এবং এখনো নিখোঁজ ২ শতাধিক মানুষ। ভূমিকম্পের ৩ দিন পরও আটকেপড়া মানুষদের খুঁজে বের করার প্রচেষ্টা আর জোরদার রেখেছে প্রশাসন। সোমবার (৩১ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানায়, এমন ভায়বহ পরিস্থিতিতে দেশটির সামরিক সরকার সোমবার থেকে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।