আর্কাইভ
লগইন
হোম
মিয়ানমার
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং ও কাজাংয়ের ব্যস্ত সড়ক এবং বাজার এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে অনেক অবৈধ অভিবাসী আটক হয়েছে। এই সময় অনেকে ধরাপড়া এড়াতে জীবন ঝুঁকির মধ্যে ফেলে কেউ কেউ সড়কের মাঝখানে দৌড়ে পালানোর চেষ্টা করেন। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা'বান জানান, গত রোববার (০৫ অক্টোবর) বিকেলে জিম-এর বিশেষ টাস্কফোর্সের পরিচালিত ২ অভিযানে মোট ৯৭ অভিবাসীকে আটক হয়। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন। পরিচালক বলেন, জিম পুত্রজায়া ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারে গোপন অভিযান চালায়। এসব এলাকায় বহুদিন ধরে অভিযোগ ছিল, বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে অবৈধ অভিবাসীরা অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে বসবাস করছে।
1 দিন আগে
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিলম্ব: বাফুফে এএফসির জরিমানার মুখে পড়লো
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিলম্ব: বাফুফে এএফসির জরিমানার মুখে পড়লো
2025-07-21
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ১০ জুনের হাইভোল্টেজ ম্যাচে সময়মতো দ্বিতীয়ার্ধ শুরু না হওয়ায় জরিমানার মুখে পড়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যা ছিল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অংশ। এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে দুই মিনিট দেরি হয় বাফুফের প্রতিনিধি দলের অসাবধানতার কারণে। এই ঘটনায় ফেডারেশনকে ১,৫০০ মার্কিন ডলার (প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা) জরিমানা গুনতে হবে।
বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী মালয়েশিয়ায় আটক
বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী মালয়েশিয়ায় আটক
2025-07-17
মালয়েশিয়ার জোহর প্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (১৫ জুলাই) এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিক রয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, ‘বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের উপস্থিতি সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে।
মাঝরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা
মাঝরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা
2025-07-07
বাফুফে কাউকে বাদ রাখতে চায়নি। তড়িঘড়ি করে নেওয়া হয় সিদ্ধান্ত—মধ্যরাতেই বাংলাদেশ নারী ফুটবল দলকে দেওয়া হবে সংবর্ধনা। সেই লক্ষ্যেই নতুন করে সেজে উঠেছিল রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটার। আফঈদা-ঋতুপর্ণারাও মেতেছিল উৎসব আনন্দে। মিয়ানমারে লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নারী ফুটবল দল। গত শনিবার (০৫ জুলাই) বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে। যদিও ৩দিন আগেই এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত হয়ে হয়। ঐ সাফল্য ‍উদযাপনেই এমন জমকালো আয়োজন। গতকাল রবিবার (০৬ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে আফিদা-ঋতুপর্ণারা মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় পৌঁছান। সেখান থেকে সরাসরি হাতিরঝিলে। রাত ৩টা ১৫ মিনিটে তারা সংবর্ধনাস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।