আর্কাইভ
লগইন
হোম
মিয়ানমার
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত
বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশসহ চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলিতে। ইন্ডিয়া এবং বার্মা প্লেট এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। রাজধানী ঢাকার আশপাশে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঢাকা মহানগরীর। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ঢাকায় যদি ৭ মাত্রার ভূমিকম্পও আঘাত হানে, আমরাদের যে প্রস্তুতি, ভবনের স্ট্রাকচার, ঘনবসতি তাতে অনেক বড় বিপর্যয় হতে পারে।
4 দিন আগে
মাঝরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা
মাঝরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা
2025-07-07
বাফুফে কাউকে বাদ রাখতে চায়নি। তড়িঘড়ি করে নেওয়া হয় সিদ্ধান্ত—মধ্যরাতেই বাংলাদেশ নারী ফুটবল দলকে দেওয়া হবে সংবর্ধনা। সেই লক্ষ্যেই নতুন করে সেজে উঠেছিল রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটার। আফঈদা-ঋতুপর্ণারাও মেতেছিল উৎসব আনন্দে। মিয়ানমারে লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নারী ফুটবল দল। গত শনিবার (০৫ জুলাই) বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে। যদিও ৩দিন আগেই এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত হয়ে হয়। ঐ সাফল্য ‍উদযাপনেই এমন জমকালো আয়োজন। গতকাল রবিবার (০৬ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে আফিদা-ঋতুপর্ণারা মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় পৌঁছান। সেখান থেকে সরাসরি হাতিরঝিলে। রাত ৩টা ১৫ মিনিটে তারা সংবর্ধনাস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশ
বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশ
2025-06-30
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই নিজের জাত চেনাল বাংলাদেশ নারী ফুটবল দল। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে জিতে দুর্দান্ত শুরু করেছে তারা। অচেনা প্রতিপক্ষ, ভিন্ন অবস্থা, সব মিলিয়ে কিছুটা চাপেই ছিল বাংলাদেশ। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য দেখায় লাল-সবুজের মেয়েরা। মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে ১০ম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে আসা লম্বা বল ধরে অফসাইড ফাঁদ ভেঙে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যান শামসুন্নাহার জুনিয়র। এগিয়ে আসা বাহরাইনের গোলরক্ষককে বাম পায়ের চিপ শটে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।