আর্কাইভ
লগইন
হোম
আটক
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং ও কাজাংয়ের ব্যস্ত সড়ক এবং বাজার এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে অনেক অবৈধ অভিবাসী আটক হয়েছে। এই সময় অনেকে ধরাপড়া এড়াতে জীবন ঝুঁকির মধ্যে ফেলে কেউ কেউ সড়কের মাঝখানে দৌড়ে পালানোর চেষ্টা করেন। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা'বান জানান, গত রোববার (০৫ অক্টোবর) বিকেলে জিম-এর বিশেষ টাস্কফোর্সের পরিচালিত ২ অভিযানে মোট ৯৭ অভিবাসীকে আটক হয়। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন। পরিচালক বলেন, জিম পুত্রজায়া ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারে গোপন অভিযান চালায়। এসব এলাকায় বহুদিন ধরে অভিযোগ ছিল, বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে অবৈধ অভিবাসীরা অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে বসবাস করছে।
1 দিন আগে
পারমিটের অপব্যবহারে মালয়েশিয়ায় ৩০৬ জন বাংলাদেশি আটক
পারমিটের অপব্যবহারে মালয়েশিয়ায় ৩০৬ জন বাংলাদেশি আটক
2025-08-07
পারমিটের অপব্যবহারে মালয়েশিয়ায় ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার (০৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া সমন্বিত অভিযানের মাধ্যমে উন্মোচিত হয়েছে কারখানায় বিদেশি কর্মীদের নিয়োগের জন্য পরিষ্কার ও নির্মাণ খাতের পারমিটের অপব্যবহারকারী এজেন্টদের কৌশল। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র চেক করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে। তার মতে, আটককৃতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে এবং তাদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক।
বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী মালয়েশিয়ায় আটক
বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী মালয়েশিয়ায় আটক
2025-07-17
মালয়েশিয়ার জোহর প্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (১৫ জুলাই) এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিক রয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, ‘বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের উপস্থিতি সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে।