আর্কাইভ
লগইন
হোম
আটক
ফরিদপুরের বোয়ালমারীতে বোমা বানানোর সরঞ্জামসহ যুবক আটক
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, ইয়াবাসহ শামীম বিন ইসমাইল (২৩) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। গত সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌরসদরের মমিন মার্কেট এলাকা সংলগ্ন নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শামীম বিন ইসমাইল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বোয়ালমারী উপজেলার সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে আটক করে। এই সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা, ককটেল ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
2025-12-17
শহিদুল আলমসহ আটকৃতদের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে
শহিদুল আলমসহ আটকৃতদের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে
2025-10-09
শহিদুল আলমসহ গাজাগামী জাহাজবহর থেকে আটক অধিকারকর্মীদের ইসরাইলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। গতকাল বুধবার (০৮ অক্টোবর) রাতে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই, আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেওয়া হয় ফ্লোটিলার ৯টি জাহাজ। সেইসঙ্গে দেড়শো স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরাইলি নৌবাহিনী। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে দাবি করে তেলআবিব। দ্রুত তাদের ফিরিয়ে দেওয়া হবে নিজ দেশে। এই নৌবহরের 'কনশানস' নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে ইসরাইলে আছেন তিনি।
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
2025-10-07
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং ও কাজাংয়ের ব্যস্ত সড়ক এবং বাজার এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে অনেক অবৈধ অভিবাসী আটক হয়েছে। এই সময় অনেকে ধরাপড়া এড়াতে জীবন ঝুঁকির মধ্যে ফেলে কেউ কেউ সড়কের মাঝখানে দৌড়ে পালানোর চেষ্টা করেন। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা'বান জানান, গত রোববার (০৫ অক্টোবর) বিকেলে জিম-এর বিশেষ টাস্কফোর্সের পরিচালিত ২ অভিযানে মোট ৯৭ অভিবাসীকে আটক হয়। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন। পরিচালক বলেন, জিম পুত্রজায়া ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারে গোপন অভিযান চালায়। এসব এলাকায় বহুদিন ধরে অভিযোগ ছিল, বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে অবৈধ অভিবাসীরা অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে বসবাস করছে।