আর্কাইভ
লগইন
হোম
‘২০২৬ বিশ্বকাপই হবে আমার শেষ’: ক্রিস্টিয়ানো রোনালদো
‘২০২৬ বিশ্বকাপই হবে আমার শেষ’: ক্রিস্টিয়ানো রোনালদো
দ্য নিউজ ডেস্ক
November 12, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন!
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন!
48 মিনিট আগে
হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে প্রয়াণ ঘটে তার। তার মৃত্যুতে শোক বইছে পশ্চিমের বিনোদন দুনিয়ায়। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন সংবাদমাধ্যম ভ্যারিয়াটিকে এই খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান স্যালি কার্কল্যান্ড। এই আঘাতের ফলে গত সপ্তাহে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও আগে থেকেই হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তার ডিমেনশিয়াও (স্মৃতিভ্রংশ) ধরা পড়েছিল।
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
3 ঘন্টা আগে
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত গ্রামের খুদে ফুটবলার সোহান (৬) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ডাক পেতে যাচ্ছে। সেখানে শিশুটিকে পূর্ণবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। ঐ পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে। এদিকে এ খবরে সোহানের পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রধানিয়া। সোহেল নিজ এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন। আর শিশু সোহান বর্তমানে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে।
পর্তুগালের লিসবনে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’ শুরু
পর্তুগালের লিসবনে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’ শুরু
21 ঘন্টা আগে
সারা বিশ্বের প্রযুক্তি উদ্যোগের অন্যতম বৃহৎ মিলনমেলা ‘ওয়েব সামিট ২০২৫’ গতকাল সোমবার (১০ নভেম্বর) পর্তুগালের লিসবনে শুরু হয়েছে। ৭০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী, ২,৫০০ স্টার্টআপ, ৯০০ বক্তা ও ১,০০০ এর বেশি বিনিয়োগকারী জমায়েত হয়েছেন প্রযুক্তি আর উদ্ভাবনের নতুন সীমানায় পৌঁছাতে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রাভ পশ্চিমা প্রযুক্তি শ্রেষ্ঠত্বের অবসানের ঘোষণা দিয়ে বলেন, বর্তমানে চীন রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ইউরোপেও উদ্ভাবনের কেন্দ্র পূর্বাঞ্চলে সরে যাচ্ছে, যেখানে এখন পোল্যান্ডে সবচেয়ে বেশি স্টার্টআপ জন্ম নিচ্ছে। লিসবন সিটি করপোরেশনের প্রেসিডেন্ট কার্লোস মোয়েদা জানান, এই শহরে ইতোমধ্যেই ১৬টি ইউনিকর্ন প্রতিষ্ঠিত হয়েছে এবং এ সপ্তাহেই নতুন ১৭তম ইউনিকর্ন ঘোষণা হবে। তিনি বলেন- প্রযুক্তি, সংস্কৃতি, শিল্প এবং সামাজিক ন্যায়বিচার— সব মিলিয়ে লিসবন হয়ে উঠছে নতুন উদ্ভাবনের কেন্দ্রবিন্দু।
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
1 দিন আগে
আগামী ১৩ ডিসেম্বর ভারত সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। তাকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে হতে চলেছে অনুষ্ঠান। এরপর ১৪ তারিখ মুম্বাই ও ১৫ তারিখ দিল্লিতে যাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ভারত সফরে GOAT কাপ ও কনসার্টে অংশ নেবেন মেসি। তাকে দেখার জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে মেসির সঙ্গে সেলফি তোলা এবং হ্যান্ডশেক করার ব্যবস্থা করেছেন আয়োজকরা। দীর্ঘ ১৪ বছর পর মেসি ভারতে আসছেন। শেষবার তিনি এসেছিলেন বিগত ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে। কলকাতায় একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন। এবার মেসি একা আসছেন। তাই এবার মেসিকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে চেষ্টার কোনও কমতি রাখছেন আয়োজকরা।