আর্কাইভ
লগইন
হোম
ক্রিস্টিয়ানো রোনালদো
টাকা দিয়েও মেলেনি মেসির দেখা, তোপের মুখে আয়োজক গ্রেফতার
পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জেরে গ্রেফতার করা হলো ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্তকে। আজ শনিবার সকালে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর কলকাতা পর্বে চরম হট্টগোল, দর্শকদের ভাঙচুর এবং পুলিশের লাঠিচার্জের ঘটনার পরই তাকে আটক করে পুলিশ। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শতদ্রু দত্ত হলেন- এই মেগা ইভেন্টের প্রধান উদ্যোক্তা ও প্রমোটার। তার প্রতিষ্ঠান 'এ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ'-এর উদ্যোগেই ১৪ বছর পর ভারতে পা রাখেন আর্জেন্টাইন মহাতারকা। এর পূর্বে ফুটবল সম্রাট পেলে এবং দিয়েগো ম্যারাডোনাকে কলকাতায় আনার নেপথ্যেও ছিলেন তিনি। সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোকেও ভারতে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন শতদ্রু দত্ত। কিন্তু মেসির অনুষ্ঠান আয়োজনে চরম ব্যর্থতার দায়ে শেষ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতেই যেতে হলো।
2025-12-13
ক্লাব ফুটবলে ৮০০ গোলের চূড়ায় পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো
ক্লাব ফুটবলে ৮০০ গোলের চূড়ায় পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো
2025-10-19
গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাতে আল-আউয়াল পার্কে আল ফাতাহর বিপক্ষে এক দুর্দান্ত ম্যাচে চোখধাঁধানো এক গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার অসাধারণ নৈপুণ্যে আল নাসর ৫-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সৌদি প্রো লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল দলটি। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই পর্তুগিজ কিংবদন্তি যেন থামতেই চাইছেন না। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের বাইরে বাম প্রান্ত থেকে নেওয়া তার বুলেট গতির শট প্রতিপক্ষের গোলপোস্টের টপ কর্নারে আছড়ে পড়ে। এর ঠিক এক মিনিট আগেই অবশ্য তিনি একটি পেনাল্টি মিস করে বসেন, যা গ্যালারিতে উপস্থিত বিখ্যাত ইউটিউবার আইশোস্পিডসহ (IShowSpeed) সকল ভক্তদের হতাশ করেছিল।
ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ: এমবাপ্পে
ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ: এমবাপ্পে
2025-10-13
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদোকে ছোটবেলা থেকেই অনুসরণ করে আসছেন। তার জন্য রিয়ারের সাবেক এই তারকা ছিলেন স্বপ্নের নায়ক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই নায়ক এখন তার পরামর্শদাতা, বন্ধু ও অনুপ্রেরণার উৎস। শৈশবের আদর্শ মানা সেই তারকার ক্লাবেই খেলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবানই মনে করে এমবাপ্পে। রোনালদোর প্রতি নিজের ভালোবাসার কথা এমবাপ্পে আগেও বহুবার বলেছেন। এবারও সেটি উঠে এসেছে মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি, তার কাছ থেকে পরামর্শ নিতে পারি। আমার জন্য এগুলো বিশাল প্রাপ্তি।’