আর্কাইভ
লগইন
হোম
ক্রিস্টিয়ানো রোনালদো
আবারও ট্রফিশূন্য মৌসুমের শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো
মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
6 দিন আগে
বিশ্বকাপের জন্য ‘আকাশে’ ফুটবল স্টেডিয়াম নির্মাণ করছে সৌদি আরব!
বিশ্বকাপের জন্য ‘আকাশে’ ফুটবল স্টেডিয়াম নির্মাণ করছে সৌদি আরব!
2025-10-30
ফুটবল স্টেডিয়াম আকাশে বানানোর পরিকল্পনা; শুনতে অবাস্তব মনে হলেও সামাজিক মাধ্যমে সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সৌদি আরবের ‘নিওম স্টেডিয়াম’ নামের এই প্রস্তাবিত ভেন্যুটি বিশ্ব ফুটবলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে। এই স্টেডিয়ামটি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের সৌদি আরবের প্রস্তুতি পরিকল্পনার অংশ। আগামী ৮ বছরে দেশটি নতুন ১১টি স্টেডিয়াম নির্মাণ করবে, সঙ্গে সংস্কার করা হবে আরও ৪টি বিদ্যমান স্টেডিয়াম। ফিফায় জমা দেওয়া সৌদি আরবের বিড বইয়ে বলা হয়েছে, ‘নিওম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে অনন্য স্টেডিয়াম। মাঠ থাকবে মাটি থেকে ৩৫০ মিটার উঁচুতে, যেখানে শহরের নিজস্ব কাঠামো দিয়েই তৈরি হবে ছাদ। এটি হবে এক অনন্য অভিজ্ঞতা।’
ক্লাব ফুটবলে ৮০০ গোলের চূড়ায় পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো
ক্লাব ফুটবলে ৮০০ গোলের চূড়ায় পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো
2025-10-19
গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাতে আল-আউয়াল পার্কে আল ফাতাহর বিপক্ষে এক দুর্দান্ত ম্যাচে চোখধাঁধানো এক গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার অসাধারণ নৈপুণ্যে আল নাসর ৫-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সৌদি প্রো লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল দলটি। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই পর্তুগিজ কিংবদন্তি যেন থামতেই চাইছেন না। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের বাইরে বাম প্রান্ত থেকে নেওয়া তার বুলেট গতির শট প্রতিপক্ষের গোলপোস্টের টপ কর্নারে আছড়ে পড়ে। এর ঠিক এক মিনিট আগেই অবশ্য তিনি একটি পেনাল্টি মিস করে বসেন, যা গ্যালারিতে উপস্থিত বিখ্যাত ইউটিউবার আইশোস্পিডসহ (IShowSpeed) সকল ভক্তদের হতাশ করেছিল।