আর্কাইভ
লগইন
হোম
সৌদি আরব
সৌদি আরব পারমাণবিক শক্তি অর্জনের পথে, সহায়তা করবে যুক্তরাষ্ট্র
গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সব ঠিক থাকলে হোয়াইট হাউসে আজ মঙ্গলবার ঐ চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে। রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য এই বছরের শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে নাম গোপন করার শর্তে আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি গতকাল সোমবার রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সফরের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিভিল পারমাণবিক সহযোগিতা চুক্তির কাঠামো স্বাক্ষর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ঠিক থাকলে এদিনই চুক্তি স্বাক্ষর করতে পারেন।
1 দিন আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
2025-10-21
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাসান বাবু (২১) নামে এক  যুবক নিহত হয়েছেন। জেদ্দা শহরে স্থানীয় সময় গতকাল সোমবার (২০ অক্টোবর) সময় ভোর ৫টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হাসান বাবু উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নিহতের বাবা  জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বিগত ৪ বছর পূর্বে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে যায় ছেলে। সেখানে একটি কোম্পানির মালবাহী গাড়ি চালকের চাকরি করতো সে। গতকাল সোমবার (২০ অক্টোবর) সৌদি আরব সময় ভোর ৫টার দিকে গাড়ি নিয়ে বের হলে দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখে।
সৌদিতে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মরুভূমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
সৌদিতে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মরুভূমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
2025-10-15
সৌদি আরবে যাওয়ার ৮ মাস পর ১৫ দিন ধরে নিখোঁজ ছিল মাদারীপুর জেলার শিবচর উপজেলার মানিকপুর এলাকার যুবক সবুজ মাতুব্বর (২৪)। এরপর গত সোমবার (১৩ অক্টোবর) মরুভূমিতে বালু ও পাথর চাপা দেওয়া তার লাশ উদ্ধারের খবর আসে বাড়িতে। অর্ধগলিত লাশের চেহারা চেনা না গেলেও পরিচিতরা শনাক্ত করেন হতভাগ্য যুবক সবুজকে। বাড়িতে খবর এলে শোকের মাতম ওঠে অসহায় পরিবারে। স্বজনরা জানান, ভাগ্য পরিবর্তনের আশায় ৮ মাস আগে সৌদি আরব যান সবুজ। প্রথমে রিয়াদে ও পরে কাজের খোঁজে আল কাসিম এলাকায় থাকা শুরু করেন তিনি। পেয়ে যান কাজও। স্বল্প সময়ে দিন ভালোই যাচ্ছিল। ভ্যান চালক বাবা ধার-দেনা করে টাকা জোগাড় করে পাঠিয়েছিলেন সৌদি আরব। স্বপ্ন ছিল দেনা পরিশোধের পর বিদেশ থেকে পাঠানো টাকায় নতুন ঘর তুলবেন। স্বচ্ছল জীবন-যাপন করবেন। তবে সেই স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হলো। সবুজ কাদিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার মেছেরমোল্লার গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের একমাত্র ছেলে।
ইসরাইলকে ৬ আরব দেশের সহযোগিতা, চাঞ্চল্যকর তথ্য
ইসরাইলকে ৬ আরব দেশের সহযোগিতা, চাঞ্চল্যকর তথ্য
2025-10-13
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ফাঁস হওয়া কিছু নথির ওপর ভিত্তি করে একটি মার্কিন সংবাদমাধ্যম গত ৩ বছরে সেন্টকমের সহযোগিতায় ইহুদিবাদী ইসরাইল ও এই অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে একটি নিরাপত্তা-সামরিক কাঠামো গঠন এবং সম্প্রসারণের বিস্তারিত তথ্য দিয়েছে। আমেরিকান নথিপত্র থেকে জানা যায়, গাজা যুদ্ধসহ পশ্চিম এশিয়ার  নানা সংঘাতের সময় ইসরাইল এবং এই অঞ্চলের ৬টি আরব দেশের কর্মকর্তারা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সহায়তায় আঞ্চলিক হুমকি, ইরান এবং গাজায় ভূগর্ভস্থ টানেল বা সুড়ঙ্গ মোকাবিলার উপায় নিয়ে বিভিন্ন সভা ও প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে