আর্কাইভ
লগইন
হোম
সৌদি আরব
জাপানে ১ লাখ যুবক পাঠানোর প্রস্তুতি শুরু: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি তরুণকে পাঠানোর প্রস্তুতি শুরু করেছি। তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণ অন্যান্য ব্যবস্থাও আমরা নিতে শুরু করেছি। এর পাশাপাশি, আমরা ইতালি, দক্ষিণ কোরিয়া, সার্বিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের পাঠানো উদ্যোগ নিয়েছি।’ স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
2 দিন আগে
এ পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন হাজি
এ পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন হাজি
2025-06-28
পবিত্র হজপালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৫৬,৭৪৮ জন বাংলাদেশি হাজি। আজ শনিবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫,০০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১,৭৪১ জন। হজযাত্রী পরিবহনে ৩টি বিমান সংস্থা কাজ করেছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফেরত এনেছে ২৪,৯৭২ জন, সৌদি এয়ারলাইন্স ২৩,০০০ এবং ফ্লাইনাস ৮,৭৭৬ জন হাজিকে। এপর্যন্ত ১৪৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালিয়েছে ৬৬, সৌদি এয়ারলাইন্স ৬০ এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট।
ওমরাহ পালনের জন্য নতুন নিয়ম করলো সৌদি সরকার
ওমরাহ পালনের জন্য নতুন নিয়ম করলো সৌদি সরকার
2025-06-26
সম্প্রতি সৌদি সরকার ওমরাহ পালনকে আরও সুরক্ষিত ও পরিচালিত করতে একাধিক নতুন নির্দেশনা জারি করেছে। মুসল্লিদের স্বাস্থ্যের সিদ্ধান্ত, শিশু ও প্রবীণদের নিরাপত্তা এবং ডিজিটাল ব্যবস্থাপনার ওপর বর্তেছে বিশাল গুরুত্ব। হজ শেষে ওমরাহর মৌসুম শুরু হতে না হতেই নতুন এ নীতিমালা দিয়েছে সৌদি সরকার। নীতিমালায় বলা হচ্ছে, ওমরাহযাত্রীদের নিবন্ধিত আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে নীতিমালা আরও কঠোর করেছে রিয়াদ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলনমেলা পবিত্র হজ শেষ হওয়ার পরপরই গত ১০ জুন থেকে ওমরাহ ভিসা চালু করে সৌদি আরব। নতুন মৌসুমে বিদেশি ওমরাহযাত্রীরা মক্কায় পৌঁছাতে শুরু করেন তার পরদিন থেকেই।
রিয়ালের ১০ জনের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডে সিটি-জুভেন্টাস
রিয়ালের ১০ জনের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডে সিটি-জুভেন্টাস
2025-06-23
এবার ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর আধিপত্য আরও সুস্পষ্ট হলো। ১০ জনের দল নিয়ে রিয়াল মাদ্রিদ হারিয়েছে পাচুকাকে, আর জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি পেয়েছে বড় জয়—যা নিশ্চিত করেছে তাদের দ্বিতীয় রাউন্ড। রিয়াল মাদ্রিদ (স্পেন) ৩-১ পাচুকা (মেক্সিকো) ম্যাচের মাত্র ৮ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও, সলোমন রোনদনকে ফাউল করায়। সংখ্যায় একজনে কম থাকা সত্ত্বেও রিয়াল প্রথমার্ধে ২ গোল করে এগিয়ে যায়-৩৫ মিনিটে জুড বেলিংহ্যাম ও ৪৫ মিনিটে আর্দা গুলেরের গোলে। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে ৩য় গোল করেন ফেদেরিকো ভালভার্দে। শেষ দিকে পাচুকার হয়ে ১৯ বছর বয়সী এলিয়াস মন্তিয়েল একটি সান্ত্বনাসূচক গোল করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এই পরাজয়ের মধ্য দিয়ে পাচুকা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।