আর্কাইভ
লগইন
হোম
সৌদি আরব
মাইক ভাড়া করে গালমন্দ করা ভাইরাল রাব্বি পেলেন ২ লাখ টাকা
অবশেষে মাইক ভাড়া করে অটোরিকশা নিয়ে ঘুরে এলাকাবাসীকে অশ্লীল গালমন্দ করাই আশীর্বাদ হয়ে দেখা দিল রাব্বির। মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ঘটনা ভাইরাল হয়ে ওঠার পর পূরণ হলো ব্যাংক ঋণ পাওয়া ও বিদেশে যাওয়ার স্বপ্ন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণের চেক হাতে পাওয়ায় আগামী বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এজন্য সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন রাব্বি। আবার ক্ষমাও চেয়েছেন অশ্লীল ভাষায় ক্ষোভ প্রকাশ করার জন্য। প্রবাসী কল্যাণ ব্যাংকের চেকটি হাতে পাওয়ার পর রাব্বি তার নিজ ফেসবুক পোস্টে লেখেন, অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২ লাখ টাকা পেয়েছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ ব্যাংককে। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পেতাম না-ধন্যবাদ সবাইকে।
1 দিন আগে
সাধারণ কর্মী নিয়োগ: প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর
সাধারণ কর্মী নিয়োগ: প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর
2025-10-06
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন ব্যবস্থার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আজ সোমবার (০৬ অক্টোবর) বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরব সরকারের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
2025-09-28
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো।  গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের। লুকা বেক্কারি বলেন, ‘আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি।’ তিনি বলেন, ‘রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার’।