আর্কাইভ
লগইন
হোম
কানাডা
কানাডাতে ২১০ ফুট উঁচু থেকে হিমির বাঞ্জি জাম্প
আমাদের মধ্যে অনেকেরই উচ্চতার ভয় রয়েছে। তারপরও রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য অনেকেই ভয়কে জয় করে বাঞ্জি জাম্প দেন। এবার সেই ভয়টাই জয় করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন।এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন। সম্প্রতি সেখানকার মন্ট্রিয়াল বাঞ্জিতে লাফ দিয়েছেন। জীবনের প্রথম এই অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান হিমি। আর বাঞ্জি লাফের সেই ভিডিও তিনি পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়। সেই ভিডিওর ভিউও হু হু করে বাড়তে থাকে। অনেক ধরনের মন্তব্য এসেছে ভিডিওর কমেন্ট বক্সে। এরমধ্যে হিমির সাহসেরই প্রশংসা করেছেন বেশিরভাগ ভক্তরা।
2025-08-18
মেহজাবীন চৌধুরী কি কানাডায় স্থায়ী হচ্ছেন?
মেহজাবীন চৌধুরী কি কানাডায় স্থায়ী হচ্ছেন?
2025-07-21
‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০১০ সালে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর গত দেড় দশকে অভিনয়ে ঈর্ষান্বিত জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দীর্ঘ সময় ছোট পর্দায় কাজের পর বড় পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে। নিজের প্রথম ও দ্বিতীয় সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন মেহজাবীন। একের পর এক চলচ্চিত্র উৎসবে পেয়েছে প্রশংসা ও পুরস্কার। শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গেল বছরের ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমাটির জন্য প্রশংসিতও হন তিনি। এরপর ৭ মাস পেরিয়ে গেলেও আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার। এই সময়টা তিনি দেশ-বিদেশে ঘুরে কাটাচ্ছেন।