আর্কাইভ
লগইন
হোম
ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন ‘চ্যাম্পিয়ন’ শুটিং খেলোয়াড়
ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন ‘চ্যাম্পিয়ন’ শুটিং খেলোয়াড়
দ্য নিউজ ডেস্ক
January 08, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
থালাপতি বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়লো
থালাপতি বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়লো
6 দিন আগে
ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও মালয়েশিয়ায় বিশাল অডিও অনুষ্ঠানের পর রাজনৈতিক অ্যাকশন সিনেমাটির টিকিট বুকিং শুরু হয়েছে। এই টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি থাকলেও টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই সিনেমাটি ইতোমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে। বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে- রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি। এর পাশাপাশি সিনেমাটি জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কিনা-এমন প্রশ্নও উঠেছে।
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
6 দিন আগে
এই নতুন বছরের শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারিতে কোনো খেলা না থাকলেও আগামী ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবে টাইগাররা। এই বিশ্বকাপ আসরটির যৌথভাবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। আগামী ০৭ ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ পর্যন্ত চলমান এই আসরের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপে থাকা বাকি দুই দেশ নেপাল ও ইতালি। এই মেগা ইভেন্ট শেষ করেই ভারত-অস্ট্রেলিয়াসহ ক্রিকেটের বাঘা বাঘা সব দলের বিপক্ষে সিরিজ খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। মার্চে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এরপর ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। কিউইদের সঙ্গে সিরিজ শেষে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে আবারও পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
6 দিন আগে
আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমের আগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কোলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। কয়েক দিন ধরে চলা জল্পনার এখানেই অবসান হলো। গত ডিসেম্বর আইপিএল ২০২৬ মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। নিলামের পরপরই বিষয়টি আলোচনায় আসে। এরপর রাজনৈতিক মহল ও কিছু ধর্মীয় গোষ্ঠীর আপত্তিতে বিতর্ক বাড়তে থাকে। সময়ের সঙ্গে সেই প্রতিক্রিয়া আরও তীব্র হয়। ইন্ডিয়া টুডেকে দেওয়া বক্তব্যে দেবজিৎ সাইকিয়া সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের সামগ্রিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কেকেআর যদি বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে।’