আর্কাইভ
লগইন
হোম
১০ লাখ ভারতীয় নাগরিক কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন
১০ লাখ ভারতীয় নাগরিক কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন
দ্য নিউজ ডেস্ক
January 03, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ফিলিস্তিনের গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
ফিলিস্তিনের গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
6 ঘন্টা আগে
ফিলিস্তিনের গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’র গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তারা এই ঘোষণা দেয়। সংস্থাগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে ‘নিরাপত্তা ও স্বচ্ছতার মান’ পূরণে ব্যর্থ হওয়ায় তাদের এই অঞ্চল থেকে নিষিদ্ধ করা হবে বলে জানায় তারা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা সত্ত্বেও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক এনজিওগুলোকে তাদের ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই শর্তপূরণ না করায় সংশ্লিষ্ট এনজিওগুলোকে আগামী ০১ মার্চের মধ্যে গাজায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।
কুয়াশার চাদরে মুড়িয়ে আছে রাজধানী, ভোগান্তিতে জনজীবন
কুয়াশার চাদরে মুড়িয়ে আছে রাজধানী, ভোগান্তিতে জনজীবন
7 ঘন্টা আগে
রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরো বেড়েছে। এর সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল বাতাসের দাপট। ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও রাস্তায় কাজ করা শ্রমজীবীরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের জন্য এই শীত আরও কষ্টকর হয়ে উঠছে। আজ শনিবার (০৩ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে দৃশ্যমানতা কম থাকায় চালকদের বাড়তি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা গেছে। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে প্রয়োজনের তাগিদে যাদের বের হতে হয়েছে, তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীত সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে।
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
2 দিন আগে
মানুষ জন্মালে মৃত্যুর স্বাদ নিতেই হবে। তবে কিছু মানুষের প্রস্থান অপূরণীয় ক্ষতি। গত ২০২৫-এ দেশের শোবিজের এমন অনেককেই হারিয়েছি আমরা। চলচ্চিত্র, সংগীত, নাটক ও সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলের এমন কিছু নক্ষত্রের নামই পাঠকদের জন্য তুলে ধরা হলো। অঞ্জনা রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান গত বছরের ০৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। গত শতাব্দীর ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন অঞ্জনা। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।