আর্কাইভ
লগইন
হোম
তুষারপাত ও শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৩ হাজার ফ্লাইট বাতিল
তুষারপাত ও শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৩ হাজার ফ্লাইট বাতিল
দ্য নিউজ ডেস্ক
January 25, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এবার ‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রীনল্যান্ড
এবার ‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রীনল্যান্ড
1 ঘন্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গ্রীনল্যান্ড। তীব্র বাতাসের কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দেশটির রাজধানী নুউক গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাত থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রীনল্যান্ডের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে শক্তিশালী বাতাসের ঝাপটায় প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র 'বুকসেফজোর্ড'-এর সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে পুরো শহর অন্ধকারে তলিয়ে যায়। বিদ্যুতের পাশাপাশি অনেক এলাকায় পানি সরবরাহ এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে আজ রবিবার (২৫ জানুয়ারি) ভোরের মধ্যে শহরের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক হওয়ার এবং সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা: মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা: মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল
20 ঘন্টা আগে
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চলছে। এই কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। খবর এনডিটিভির। যুদ্ধের আশঙ্কায় এয়ার ফ্রান্স, লুফথানসা এবং ডাচ এয়ারলাইন্স কেএলএমের মতো নামী আন্তর্জাতিক সংস্থাগুলো এই অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করেছে। ইরান ও ইরাকের আকাশসীমা ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ইসরাইল, দুবাই এবং রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলো এখন বৈশ্বিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকিতে পড়েছে। অ্যাভিয়েশন গ্রুপগুলোঐ এলাকায় মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কায় বেসামরিক বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করেছে।
যে কারণে আমেরিকার গ্রীনকার্ড পাননি শাহরিয়ার নাজিম জয় ও মাহিয়া মাহি
যে কারণে আমেরিকার গ্রীনকার্ড পাননি শাহরিয়ার নাজিম জয় ও মাহিয়া মাহি
23 ঘন্টা আগে
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা দুইজনেই দেশটিতে দীর্ঘদিন অবস্থান করার পেছনে একটি কারণ রয়েছে। সেখানে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ তৈরি করাই হচ্ছে তাদের বসবাসের মূল কারণ। তাই মাহি ও জয় গ্রীনকার্ডের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছিলেন। এই বিষয়ে কথা বলে জয়। জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়। এই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রীনকার্ডের জন্য আবেদন করেছিলেন এই দুই তারকা। তবে তাদের কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এতে তাদের সেই আবেদনে সাড়া মেলেনি। নাগরিকত্বের জন্য গ্রীনকার্ডের আবেদনের এই যাত্রায় প্রত্যাখ্যান করেছে সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ।
চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় মার্কিন যুক্তরাষ্ট্র
চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় মার্কিন যুক্তরাষ্ট্র
1 দিন আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে নিরাপত্তা অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতি ৪ বছর অন্তর প্রকাশিত এই গুরুত্বপূর্ণ নথিতে জানানো হয়েছে, চীন এখন আর ওয়াশিংটনের প্রধান নিরাপত্তা ঝুঁকি নয়। এর পরিবর্তে পেন্টাগন এখন ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করে নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পশ্চিম গোলার্ধের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) প্রকাশিত ৩৪ পৃষ্ঠার এই জাতীয় প্রতিরক্ষা কৌশলে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন আমেরিকানদের প্রকৃত স্বার্থকে উপেক্ষা করে এসেছে। নতুন এই কৌশলে মার্কিন মিত্রদের জন্য একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। পেন্টাগন স্পষ্ট করেছে যে এখন থেকে মিত্র দেশগুলোকে দেওয়া ওয়াশিংটনের সামরিক সহায়তার পরিমাণ হবে সীমিত। ইউরোপের মতো মিত্রদের পরামর্শ দেওয়া হয়েছে, তাদের জন্য বড় হুমকি কিন্তু আমেরিকার জন্য কম উদ্বেগের এমন বিষয়গুলোতে যেন তারা নিজেরাই নেতৃত্ব দেয়।