আর্কাইভ
লগইন
হোম
জরুরি অবস্থা জারি
তুষারপাত ও শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৩ হাজার ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে তুষারপাতের পাশাপাশি শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে। স্থানীয় সময় গতকাল শনিবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে দেশটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বরফে ঢাকা পড়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। আবহাওয়াজনিত দুর্যোগের কারণে দেশটির অন্তঃত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি, শীতঝড় সতর্কতার আওতায় রয়েছে।
4 ঘন্টা আগে